মুম্বই : গ্রুপপর্বে নয়ে নয় করেছে ভারত। বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলেছে ভারতের জয়রথ। এবার সেমিফাইনালের মেগা ডুয়েল।  সামনে নিউজ়িল্যান্ড। যে কিউয়ি ব্রিগেডের কাছেই শেষ চারের লড়াইয়ে হেরে গতবার বিশ্বকাপের অভিযান শেষ হয়েছিল ভারতের। এবার কি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বদলা নিতে পারবে ভারতীয় দল (India vs New Zealand) ? যে উত্তরের অপেক্ষায় আসমুদ্রহিমাচল। শুরু হয়ে গিয়েছে অপেক্ষার প্রহর গোণা। 


আর নিউজ়িল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার ক্ষেত্রে বাড়তি নজর রয়েছে দু'জনের ওপর। চলতি বিশ্বকাপে ব্যাট হাতে আগুনে ছন্দে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। এখনও পর্যন্ত ৫৯৪ রান হাঁকিয়ে গ্রুপপর্বের শেষে চলতি বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট। চলতি ক্রিকেট বিশ্বযুদ্ধেই যিনি ছুঁয়ে ফেলেছেন সচিন তেন্ডুলকারের ওডিআই ক্রিকেটে রেকর্ড ৪৯ তম শতরান। মাস্টার ব্লাস্টারকে টপকে একদিনের আন্তর্জাতিকে যাঁর ৫০তম শতরানের অপেক্ষা। পাশাপাশি, ৫০৩ রান করে চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় এই মুহূর্তে চার নম্বরে রোহিত শর্মা। ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টানা দুটি বিশ্বকাপে ৫০০-র বেশি রান হাঁকিয়েছেন তিনি। 


আগুনে ছন্দে থাকা বিরাট ও রোহিত কি ব্যাট হাতে জ্বলে উঠতে পারবেন সেমিফাইনালে ? এমনিতে বিশ্বকাপের সেমিফাইনালে ট্র্যাক রেকর্ড ভাল নয় বিরাট ও রোহিতের। কোহলি ৩ টি ও হিটম্যান ২ টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছেন। কিন্তু কেউই একবারও পাননি বড় রান। সেই পরিসংখ্যানের হিসেব কি এবার উল্টে দিতে পারবেন ভারতীয় ব্যাটিংয়ের দুই মহারথী ?


এখনও পর্যন্ত ২০১১, ২০১৫ ও ২০১৯, তিনবার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছেন বিরাট কোহলি। '১১ বিশ্বকাপের শেষ চারে ৯ রান ও '১৫ ও '১৯ ক্রিকেট বিশ্বযুদ্ধের সেমিফাইনালে দু'বারই মাত্র ১ রানে সাজঘরে ফিরেছিলেন বিরাট। উল্টোদিকে, রোহিত শর্মা খেলেছেন দুটি বিশ্বকাপের সেমিফাইনালে। ২০১৫ বা ২০১৯ দুবারই বড় রান পাননি তিনিও। '১৫ বিশ্বকাপে ৩৪ ও গত বিশ্বকাপে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিরাটের মতোই মাত্র ১ রানে আউট হয়েছিলেন রোহিত শর্মা। 


সেমিফাইনালের মঞ্চে আগের ব্যর্থতা মুছে বিরাট কোহলি-রোহিত শর্মা ব্যাট হাতে কেমন পারফর্ম করেন, তার ওপর অনেকটাই নির্ভর করবে ভারতের বিশ্বকাপ ফাইনাল- যাত্রা।


 



 


আরও পড়ুন- ইডেনে নতুন ভূমিকায় ম্যাক্সওয়েল, সারা-শুভমন সাক্ষাৎ? খেলার দুনিয়ার সারাদিন