আমদাবাদ : স্বপ্নভঙ্গ ভারতের । গোটা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থাকলেও, ফাইনালে জয় ছিনিয়ে নিতে পারল না টিম ইন্ডিয়া। ফের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এনিয়ে ষষ্ঠবার। তবে, অস্ট্রেলিয়ার এহেন সাফল্যের মধ্যেও 'মেন ইন ব্লু'র লড়াইকে কুর্নিশ জানাচ্ছে সকলেই। কঠিন এই সময়ে রোহিত-বাহিনীর পাশে থাকার বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


X হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, প্রিয় টিম ইন্ডিয়া, বিশ্বকাপজুড়ে তোমাদের প্রতিভা ও দৃঢ়তা ছিল উল্লেখযোগ্য। বিশাল উৎসাহ নিয়ে তোমরা খেলেছ এবং গোটা দেশ তোমাদের জন্য গর্বিত। আজ এবং সর্বদা আমরা তোমাদের পাশে আছি।