নয়াদিল্লি : পেছন দিকে পর্যাপ্ত জায়গা আর আরামে জোর । এই দুইয়ের সংযোজনে ফের বাজিমাত Mercedes-Benz-এর। ই-ক্লাসের মতোই নজর-কাড়া Mercedes-Benz GLE 450 LWB। এককথায়, ভারতে হিট Mercedes-Benz-এর নতুন সংস্করণ।


GLE ভার্সনকে নতুন প্রাণ দিয়েছে বিলাসবহুল গাড়ি নির্মাণকারী এই সংস্থা। কিন্তু, কতটা ভোলবদল হয়েছে নতুন সংস্করণের তা জানতে আমরা এই গাড়ি চালিয়ে দেখি। একটা বিষয় পরিষ্কার, নবরূপে আত্মপ্রকাশ করেছে GLE । ফার্স্ট লুকেই তা পরিষ্কার। কার্যত স্পোর্টিং লুক দেওয়া হয়েছে গাড়িতে। সামনের অংশ নতুন গ্রিলের সাহায্যে বেশিরভাগ পরিবর্তন আনা হয়েছে। রয়েছে ২০ ইঞ্চির নতুন চাকা। পেছনে দেওয়া হয়েছে নতুন LED টেইল-লাইট। সংক্ষেপে বলতে গেলে, ঝকঝকে লুক এসেছে গাড়িতে। অনেকটা তারুণ্য়ের চেহারা দেওয়া হয়েছে। তবে, গেটআপ না পাল্টেই।


কেমন হয়েছে গাড়ির ভেতরটা ? ভেতরের অংশে রয়েছে নতুন স্টিয়ারিং হুইল। যার জেরে গাড়ি দেখতে হয়েছে অনেকটা S-Class-এর মতো। দু'টি স্ক্রিন রয়েছে ১২.৩ ইঞ্চির। যোগ করা হয়েছে অসাধারণ টাচস্ক্রিন। সেন্টার কনসোলের নীচের অংশে ট্র্যাকপ্যাড সহ ক্রোম সুইচের লেআউট অবশ্য রয়ে গেছে। নতুন লুকের এস-ক্লাস স্টিয়ারিং হুইল আরও উচ্চমানের দেখাচ্ছে। তবে টাচ বাটনগুলি ব্যবহার করা কঠিন। যদিও শীঘ্রই তাতে অভ্যস্ত হয়ে যেতে পারবেন।


গাড়িতে রয়েছে ১৩ স্পিকার Burmester অডিও সিস্টেম। ৩৬০ ডিগ্রির ক্যামেরা ও আরও অনেক বৈশিষ্ট্য। ক্যামেরা অসাধারণ হওয়ায় বিশাল আকারের এই SUV পার্ক করতে খুব একটা অসুবিধা হবে না। মূলত, অধিকাংশ গাড়ি মালিকই পেছনের আসনে বসেন এবং এখানে আরাম এবং পর্যাপ্ত জায়গা রয়েছে। যা এই গাড়িকে প্রতিদ্বন্দ্বী গাড়ির থেকে আলাদা করে তুলেছে। সৌজন্যে LWD হুইলবেস। সিট প্রসারণের মতো যথেষ্ট জায়গা রয়েছে গাড়িতে। 


এই গাড়ি চালানোর অভিজ্ঞতা কেমন ? এককথায়, অসাধারণ। কারণ, GLE EWB নীরবে এগিয়ে চলে। গাড়ি চালানোর সময় বিলাসিতার অনুভব আসবে। তবে, কোনও স্পোর্ট মোড নেই। যদিও তার কোনও প্রয়োজনও নেই। এয়ার সাসপেনসনের সময় এই গাড়ি চালিয়ে একটা আলাদাই মজা পাওয়া যাবে। যা বিলাসবহুল গাড়ির জন্য প্রয়োজন।


নতুন GLE আরও বেশি আরামদায়ক। এবং এর অভ্যন্তর ভাগে সেই বিলাসিতা রয়েছে যার প্রয়োজন পড়ে। ১.১০ কোটি টাকার এই গাড়ি বিলাসবহুল এই SUV-র জন্য সেঅর্থে কিছুই না। 


অর্থাৎ, গাড়িটি দেখতে যেমন, তেমন আরাম। গাড়িতে রয়েছে পর্যাপ্ত জায়গা, কোয়ালিটিও দারুণ। 


Car loan Information:

Calculate Car Loan EMI