সন্দীপ সরকার, কলকাতা: আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ডাবল সেঞ্চুরি যেন ক্রিকেট মাঠের রূপকথা হয়ে গিয়েছে। যে ইনিংসের রেশ এখনও মন্ত্রমুগ্ধ করে রেখেছে ক্রিকেটবিশ্বকে। ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংসকে ভিভ রিচার্ডস (Viv Richards), সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মতো কিংবদন্তিও ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা ইনিংস বলে চিহ্নিত করছেন।
বৃহস্পতিবার সেমিফাইনালে (ODI World Cup) ইডেন গার্ডেন্সে কি ফের ঝড় তুলবেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)? বৃহস্পতিবার অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল ম্যাচের আগে এই প্রশ্নের উত্তর খুঁজতেই সবচেয়ে বেশি উদগ্রীব ছিলেন ক্রিকেটপ্রেমীরা।
তবে সব উদ্বেগের অবসান ঘটালেন প্যাট কামিন্স। জানিয়ে দিলেন, সেমিফাইনালের প্রথম একাদশে ফিরেছেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তন হয়েছে। কামিন্স বললেন, 'মার্কাস স্টোইনিস ও সন অ্যাবট এই ম্যাচে খেলছে না। দলে অন্তর্ভুক্ত হয়েছে ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক।'
বাংলার ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছেন ম্যাড-ম্যাক্স শো দেখার জন্য। যদিও উদ্বেগের মেঘ তৈরি হয়েছিল অস্ট্রেলিয়া শিবিরে (AUS vs SA)। আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট করার সময়ই হ্যামস্ট্রিংয়ের পেশিতে টান লেগেছিল ম্যাক্সওয়েলের। বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেননি। কলকাতায় পা রাখা ইস্তক কিছুটা অস্বস্তিতে ছিলেন অজ়ি অলরাউন্ডার।
আর তারপর থেকেই ইডেনে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটার মাঠে নামবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। উৎকণ্ঠায় ছিলেন বাংলার ক্রিকেটপ্রেমীরাও। যাঁরা সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছেন। ম্যাক্সওয়েলের সেমিফাইনালে মাঠে না নামা মানে রেস্তোরাঁয় গিয়ে আপনি মাটন বিরিয়ানি অর্ডার দিলেন। দাম মেটালেন। আর তারপর প্লেটে মাটনের দেখা পেলেন না। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়ে দিল, মাফ করবেন, মাটন শেষ। যদিও শেষ পর্যন্ত উদ্বেগের মেঘ সরিয়ে মাঠে নেমে পড়েছেন ম্যাক্সওয়েল।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। কামিন্স বলেছেন, 'আমরাও হয়তো শুরুতেই ব্যাট করতাম। তবে আকাশ মেঘলা আর হয়তো শুরুর দিকে স্যুইং পাওয়া যাবে।' গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। কামিন্স বলছেন, 'আমাদের মতো একই ধরনের ক্রিকেট খেলে ওরা। শেষ কয়েকটা ম্যাচ জিতেছে। এবার আমাদের পালা। আমাদের দলে অনেক অভিজ্ঞতা রয়েছে। এইরকম পরিস্থিতি আগেও সামলেছি। গত সাতটি ম্যাচে ছেলেরা ইতিবাচক ক্রিকেট খেলেছে।'
দলে দুটি পরিবর্তন হয়েছে দক্ষিণ আফ্রিকারও। ফেলুকাও এবং লুনগি এনগিডির পরিবর্তে দলে এসেছেন মার্কো জানসেন ও তাবারেজ শামসি।
দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি'কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফান ডার ডাসেন, এইডেন মারক্রাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েৎজ়ে, কাগিসো রাবাডা ও তাবারেজ় শামসি
অস্ট্রেলিয়ার একাদশ: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জ়াম্পা ও জশ হ্যাজলউড
আরও পড়ুন: ABP Exclusive: আত্মহননের কথা ভেবেছিলেন, কপিল-মন্ত্রে সেই কুলদীপই এখন বিপক্ষের ত্রাস
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন