WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের (WhatsApp Features) আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সানে আনুষ্ঠানিক ভাবে রোল আউট শুরু হয়েছে ভয়েস চ্যাট (Voice Chat) ফিচারের। ধরা যাক, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সদস্য রয়েছেন। আর একটি গ্রুপ কল করা হবে যেখানে সকলের প্রয়োজন নেই। সেখানে এই ভয়েস চ্যাট ফিচার কাজে লাগবে। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের গ্রুপ কল শুরু করলে একসঙ্গে সব ইউজারের ফোন বাজতে শুরু করবে না। বরং ইউজাররা একটি পুশ নোটিফিকেশন পাবেন এবং দেখতে পাবেন একটি কল বাবল। সেখানে ট্যাপ করে প্রয়োজন অনুযায়ী ইউজাররা যুক্ত হতে পারবেন হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে। আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই ভার্সানেই হোয়াটসঅ্যাপ অ্যাপের লেটেস্ট আপডেটেড মাধ্যমে ভয়েস চ্যাট ফিচারের সুবিধা পাবেন ইউজাররা। যেসমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে ৩৩ থেকে ১২৮ জন সদস্য সংখ্যা, সেখানে এই নয়া ফিচার খুবই কার্যকরী হবে। ৩৩- এর কম সদস্য সংখ্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপাতত এই ফিচার কাজ করবে না।


আগে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস কল করলে একসঙ্গে সমস্ত সদস্যের ফোন বেজে উঠত। কেউ যুক্ত না হলে ওই কলটি সম্পন্নই হতো না। তবে নতুন ভয়েস চ্যাট ফিচারের সাহায্যে প্রাথমিকভাবে কেউ যুক্ত না হলেও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কল করা সম্ভব। এই কল শুরু হলে নিঃশব্দে গ্রুপের সমস্ত সদস্যদের কাছে পৌঁছে যাবে একটি পুশ নোটিফিকেশন। যেকোনও সদস্য কলের মাঝেও যুক্ত হতে পারবেন এবং কথা শুরু করতে পারবেন। যদি ভয়েস চ্যাটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল শুরু হওয়ার ৬০ মিনিটের মধ্যে কেউ যুক্ত না হন তাহলে আপনাআপনি কল কেটে যাবে বা শেষ হয়ে যাবে। তারপরেও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের যেকোনও সদস্য কল চালু করতে পারবেন। ভয়েস চ্যাট ফিচারের সাহায্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কল চলাকালীন যাঁরা সেখানে যুক্ত হবেন না তাঁরা বাকি অ্যাক্টিভ মেম্বারদের দেখতে পাবেন, অর্থাৎ ওই গ্রুপে যে সমস্ত সদস্য কলে যুক্ত হয়েছেন তাঁদের নাম দেখা যাবে। 


কীভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপের নতুন ভয়েস চ্যাট ফিচার



  • প্রথমে ফোনে লেটেস্ট এবং আপডেটেড হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইনস্টল করে নিন। আইওএস- এর ক্ষেত্রে প্লে স্টোরে এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গুগল প্লে স্টোরে পাবেন এই অ্যাপ। 

  • এরপর হোয়াটসঅ্যাপের সেই গ্রুপ চ্যাট খুলতে হবে যেখানে আপনি ফোনকল করতে চাইছেন। এবার স্ক্রিনের উপরের দিকে ডান কোণে থাকা ফোন আইকনে ট্যাপ করতে হবে। তারপর বেছে নিতে হবে 'স্টার্ট ভয়েস চ্যাট' অপশন। 

  • এরপরেই সিলেক্ট করতে হবে 'ভয়েস চ্যাট' ফিচার। গ্রুপের সদস্যরা একটি পুশ নোটিফিকেশন পাবেন যেখানে তাঁদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কলে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হবে। 

  • এরপর আপনি হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে যুক্ত হতে চান এমন অপশন বেছে নিয়ে যুক্ত হতে পারেন কলে। 


আরও পড়ুন- কারা দেখবেন ইনস্টা পোস্ট, রিলস? নিয়ন্ত্রণ করতে পারবেন ইউজাররা