মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) জানিয়ে দিয়েছে, ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) কথা মাথায় রেখে ২০ জন ক্রিকেটারের একটা পুল তৈরি করে রাখা হয়েছে। সেই ক্রিকেটারদের নিজেদের সহজাত খেলা খেলতে দেওয়া উচিত বলে মনে করেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krishnamachary Srikanth)। যিনি নিজে ক্রিকেটার হিসাবে ১৯৮৩ সালে বিশ্বকাপ জিতেছেন। আবার ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারত যখন শেষবার বিশ্বকাপ জেতে, তখনও নির্বাচক প্রধান ছিলেন তিনি।


শ্রীকান্ত বলেছেন, 'প্রত্যেকের ভূমিকা স্পষ্ট করে দেওয়া উচিত। যেমন ঈশান কিষাণ। ও সম্প্রতি ডাবল সেঞ্চুরি করেছে। এইরকম ক্রিকেটারদের বলা উচিত মাঠে যাও আর নিজের খেলাটা খেলো। ওদেরকে আটকে দিও না। ঈশান কিষাণের মতোই আরও ২-৩ জন ক্রিকেটার দরকার যারা সহজাত ক্রিকেট খেলতে ভয় পায় না। এই দলে অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার প্রয়োজন। গৌতম গম্ভীর আগে যেমন ওয়ান ডে ক্রিকেটে ইনিংস তৈরি করার দায়িত্ব সামলেছে, বিরাট কোহলিকে এবার সেই ভূমিকায় দেখা যেতে পারে। ঈশান কিষাণের মতো ক্রিকেটারকে আরও বিধ্বংসী খেলতে সাহায্য করবে ও। ঠিক যেরকম যে ম্যাচে ঈশান ডাবল সেঞ্চুরি করেছিল, সেই ম্য়াচে কোহলিও সেঞ্চুরি করেছিল।'


ভারতীয় ক্রিকেট বোর্ড যে ২০ জন ক্রিকেটারকে বিশ্বকাপের নকশায় রাখছে, তাঁদের মধ্যে দু'জনকে নিয়ে যদিও প্রশ্ন তুলছেন শ্রীকান্ত। বলছেন, 'শুভমন গিল ও শার্দুল ঠাকুর, এই দু'জনকে আমার তালিকায় রাখব না। আমার পছন্দের পেসাররা হল বুমরা, উমরন মালিক, অর্শদীপ সিংহ ও মহম্মদ সিরাজ। চারজন মিডিয়াম পেসার যথেষ্ট। শামিকে নেওয়া যেতেও পারে, না-ও নেওয়া যেতে পারে।'


সঙ্গকারার পরামর্শ


অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। যে টুর্নামেন্টে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে ভারতকে। তবে ওয়ান ডে বিশ্বকাপের আগে বাছাই করে ম্যাচ খেলা উচিত বলে মনে করছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গকারা (Kumar Sangakkara)।


ভারত-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচারকারী চ্যানেলের একটি অনুষ্ঠানে সঙ্গকারা বলেছেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাব সব ধরনের ক্রিকেটেই পড়েছে। এমনকী, টেস্ট ক্রিকেটেও। তবে ওয়ান ডে বিশ্বকাপের জন্য সকলকে ফিট রাখাটা জরুরি। আর সব ধরনের ফর্ম্যাটে সব ম্যাচে খেলালে সেরা প্লেয়ারদের ফিট না-ও পাওয়া যেতে পারে। ওয়ার্কলোড সামলে পরিকল্পনা করতে হবে। ২০-৩০ বা আরও বড় দলও তৈরি করা যেতে পারে। তবে মূল দলে কারা থাকবে, সেটা অনেক আগে নির্ধারণ করে ফেলতে হবে। সেই প্লেয়ারদের ওপর নির্ভর করেই বাকি দল গঠন করা উচিত।'


উদাহরণ দিতে গিয়ে সঙ্গা বলেছেন, 'ভারতীয় দলের কথাই যদি ধরেন, সবাই জানেন ওদের দলের মূল প্লেয়ার কারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার কে। তবে সামনে বিরাট মরসুম পড়ে রয়েছে। তাই বেশ বুদ্ধিমত্তার সঙ্গে ওয়ার্কলোড সামলাতে হবে। আইপিএল আছে। আরও অনেক ক্রিকেট রয়েছে। তবে ওয়ান ডে বিশ্বকাপের বছরে সকলের নজরে শুধু ওই টুর্নামেন্টটাই থাকা উচিত। সেরা প্লেয়ারদের অনেক ওয়ান ডে ম্যাচ খেলতে হবে। বাকিরা তাদের আশেপাশে খেলবে। তবে সকলের এটা জানা উচিত যে প্রথম পনেরোয় আসার লড়াইয়ে রয়েছে তারাও। যথেষ্ট পরিমাণে ওয়ান ডে ক্রিকেট খেলা উচিত সকলের। যাতে শরীর একেবারে তৈরি থাকে। যাতে বিশ্বকাপের আগে ওয়ান ডে দলটা তৈরি হয়ে যায়।'


আরও পড়ুন: নো বল করা অপরাধ, শ্রীলঙ্কার কাছে ম্যাচ হেরে তোপ বিরক্ত হার্দিকের