কলকাতা: ইডেনে (Eden Gardens) বিশ্বকাপের (ODI World Cup) টিকিটের কালোবাজারিকাণ্ডে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কলকাতা পুলিশকে পাঠানো হল চিঠি। সূত্রের খবর, কীসের ভিত্তিতে ডাকা হয়েছে জানতে চেয়ে FIR-এর কপি চেয়ে পাঠানো হয়েছে পুলিশের কাছে। জবাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে FIR-এর কপি পাঠিয়েছে কলকাতা পুলিশ।


ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) ম্যাচের টিকিট কালোবাজারিকাণ্ডে একাধিক মামলা হয়। নির্দিষ্ট একটি মামলার প্রেক্ষিতে ৭ নভেম্বরের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি অথবা সংস্থার কোনও প্রতিনিধিকে যোগাযোগ করতে বলা হয়। জমা দিতে বলা হয় টিকিট বিক্রি সংক্রান্ত নথি।


টিকিটের কালোবাজারি মামলার তদন্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনিকে (Roger Binny) নোটিশ পাঠিয়েছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। শনিবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রেসিডেন্টকে সেই নোটিশ পাঠিয়ে জানানো হয় যে, বিশ্বকাপের টিকিট বিক্রি সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে ময়দান থানায় হাজিরা দিতে হবে। তবে বোর্ড প্রেসিডেন্টকেই ময়দান থানায় হাজিরা দিতে হবে, এমন কোনও নির্দেশ দেয়নি কলকাতা পুলিশ। বোর্ডের কোনও প্রতিনিধিও বিশ্বকাপের টিকিট বিক্রি সংক্রান্ত তথ্য নিয়ে ময়দান থানায় হাজিরা দিতে পারেন বলে জানানো হয়েছে।


বিশ্বকাপে একটি সেমিফাইনাল এবং একটি ভারতের ম্যাচ-সহ মোট পাঁচটি ম্যাচ পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। বিশেষত বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল এবং একটি ভারতের ম্যাচের টিকিটের জন্য ব্যাপক চাহিদা ছিল। সেজন্য অনলাইনে টিকিট বিক্রি শুরু হতেই অনেকে ঝাঁপিয়ে পড়েন। কাউকে দু'ঘণ্টা ভার্চুয়ালি ‘লাইন’ দিতে বলা হয়েছিল। কাউকে আবার বলা হয়েছিল যে তিন ঘণ্টা পরে তিনি টিকিট পেতে পারেন। তার জেরে অনেকেই টিকিট পাননি। আর তা নিয়েই বেড়েছে ক্ষোভ। টিকিটের কালোবাজারির অভিযোগ ওঠে।


টিকিটের কালোবাজারিকাণ্ডে কালো হাত কার? এ-প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। এই ঘটনার প্রতিবাদে তাঁকে পাঠানো ম্যাচের টিকিট প্রত্যাখ্যান করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি, ক্রিকেটভক্তদের ক্ষোভ মেটাতে রাজভবনে জায়েন্ট স্ক্রিনে ম্যাচ দেখানোরও ব্যবস্থা করা হয়। 


শনিবার ময়দান থানায় হাজিরা দেন সিএবি সচিব নরেশ ওঝা। টিকিটের কালোবাজারিকাণ্ডে কলকাতা পুলিশের তৃতীয় নোটিস পাওয়ার পর হাজিরা দেন তিনি। ইডেনের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের কালোবাজারিকাণ্ডে শুক্রবারই সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে নোটিস পাঠায় কলকাতা পুলিশ। প্রয়োজনীয় নথি নিয়ে নিয়ামক সংস্থার কোনও প্রতিনিধিকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়। ২ টি নোটিস পাওয়ার পর সিএবির তরফে জানানো হয়, ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ব্যস্ততার কারণে কাউকে থানায় পাঠানো সম্ভব হয়নি। এরপর, শুক্রবার রাতে ফের একটি নোটিস পাঠানো হয়।


তারপরই, শনিবার বিকেল ৫ টা নাগাদ ময়দান থানায় এসে হাজিরা দেন সিএবি সচিব নরেশ ওঝা। তাঁর সঙ্গে ছিলেন আরও এক প্রতিনিধি। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে গিয়ে দেখা করেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।  


আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের মাঝেই কলকাতায় প্র্যাক্টিসে নেমে পড়ছেন পন্থ? অপেক্ষায় গুরু সৌরভ-পন্টিং


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial