সন্দীপ সরকার, কলকাতা: ক্রিকেটকে বলা হয় মহান অনিশ্চয়তার খেলা। কেন, তা পাকিস্তান (Pakistan Cricket Team) ক্রিকেটারদের চেয়ে ভাল আর কেই-ই বা বুঝবেন এই মুহূর্তে।
বিশ্বকাপে (ODI World Cup) দুরন্ত শুরু। পরপর দুই ম্যাচে জয়। পাকিস্তানকে তখন কাপ জয়ের অন্যতম প্রধান দাবিদার মনে করছিলেন বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার, প্রত্যেকে।
কিন্তু মোড় ঘুরে গেল আমদাবাদে। ভারতের কাছে একপেশেভাবে ম্যাচ হারার পরই যেন ছন্নছাড়া বাবর আজ়মরা। টানা চার ম্যাচে হার। যা বিশ্বকাপে পাকিস্তানের সর্বকালীন লজ্জার রেকর্ড হয়ে রয়েছে। সেমিফাইনালের স্বপ্নও কার্যত শেষ হতে বসেছিল। বেঁচেছিল শুধু অঙ্কের জটিলতা। কঠিন সমীকরণ। সঙ্গে প্রার্থনা। নিউজ়িল্যান্ড যেন বাকি ম্যাচে পরাস্ত হয়।
ক্রিকেট ঈশ্বরের কানেও কি পৌঁছেছিল সেই আর্জি? তা নাহলে কীভাবে পরপর ২ ম্যাচ বড় ব্যবধানে জিতে ফের শেষ চারের দৌড়ে ঢুকে পড়বে পাকিস্তান! আর টুর্নামেন্টে অপ্রতিরোধ্য দেখানো নিউজ়িল্যান্ড টানা ৪ ম্য়াচ হেরে সুবিধা করে দেবে পাক শিবিরকে! দুই দলেরই এখন পয়েন্ট সমান। ৮। রান রেটে সামান্য এগিয়ে নিউজ়িল্যান্ড। তবে কিউয়িরা শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায়, আর নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারায় পাকিস্তান, তাহলে বাবর-শাহিন শাহ আফ্রিদিদের সামনে খুলে যাবে শেষ চারের দরজা। এমনকী, দুই দলই যদি শেষ ম্যাচ জেতে বা হারে, তাহলেও রান রেট ভাল রাখতে পারলে সেমিফাইনালে যেতে পারবেন বাবররা।
আর সেই স্বপ্ন বুকে নিয়েই রবিবার ফের কলকাতায় পৌঁছে গেলেন বাবররা। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শনিবার, ১১ নভেম্বর। তার ৬ দিন আগে কলকাতায় পৌঁছে গিয়েছেন পাক ক্রিকেটারেরা। ঠিক যেদিন বিরাট কোহলি-রবীন্দ্র জাডেজারা ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে চুরমার করে টানা অষ্টম জয় অর্জন করছেন।
পাক শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, সোমবার ক্রিকেটারেরা বিশ্রামেই রয়েছেন। কোনও প্র্যাক্টিস সূচি রাখা হয়নি এদিন। মঙ্গলবার ইডেনে ক্রিকেটারেরা অনুসীলন করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
ইংল্যান্ডকে হারাতে পারলে বাবরদের সামনে যে শুধু সেমিফাইনালের দরজা খুলে যাবে তাই নয়, দীপাবলির উপহার পেতে পারেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। কেন? ইডেনে ১৬ নভেম্বর ভারত-পাকিস্তান সেমিফাইনালের সম্ভাবনা আরও গাঢ় হবে।
বাংলার ক্রিকেট অনুরাগারী অন্তত শনিবার মাঠ ভরাবেন সেই প্রার্থনা নিয়েই। ভারত-পাক সেমিফাইনাল ইডেনেই দেখার স্বপ্ন নিয়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন লপাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন