সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ম্যাচ থাকলে গড়ের মাঠে দু-চারজন ঘোড়সওয়ার পুলিশ দেখা যায়। আইপিএলের সময় টিকিটের লাইন সামলাতে ঘোড়ায় চেপে ঘোরাঘুরি করেন পুলিশকর্মীরা। মোহনবাগান বা ইস্টবেঙ্গল মাঠে খেলা থাকলেও ময়দানে আনাগানো করে ঘোড়সওয়ার পুলিশ।


কিন্তু ইডেন গার্ডেন্সের ক্লাব হাউসের বাইরে টগবগিয়ে ঘোড়া ছুটছে, আর তার ওপর সওয়ার পুলিশকর্মীরা লাঠি উঁচিয়ে ভিড়ের দিকে তেড়ে যাচ্ছেন, এমন দৃশ্য স্মরণকালের দেখা গিয়েছে বলে কেউই মনে করতে পারছেন না।


কেউ কেউ শুনে বিশ্বাসই করতে পারছিলেন না যে, শনিবার ইডেনে ম্যাচ নেই। ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) ম্যাচ রবিবার। শনিবার দুই দলের প্র্যাক্টিস। তাও ভারতীয় শিবির আগে থেকেই বলে রেখেছিল যে, এদিনের অনুশীলন হবে ঐচ্ছিক। অর্থাৎ, দলের সকলে আসবেন না। আসেননি অনেকেই। বিশেষ করে টানা ম্যাচ খেলার ধকল থেকে বাঁচাতে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ় পেস ত্রয়ীকে বিশ্রামের কথাই বলে দিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। তবে এসেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়াররা। আর তাঁদের দেখতেই ইডেনের বাইরে প্রবল ভিড়। ব্যারিকেডের ভেঙে পড়ার দশা।


শনিবার বেলা বারোটা নাগাদ ইডেন গার্ডেন্সে ঢোকার সময়ই দেখা গিয়েছিল অভূতপূর্ব দৃশ্য। ম্যাচের টিকিট নিঃশেষ। তাও মাঠের বাইরে টিকিটের প্রত্যাশায় ঘুরে বেড়াচ্ছেন কয়েকশো মানুষ! সেই সঙ্গে বিকোচ্ছে ভারতীয় দলের জার্সি, পতাকা। যা সাধারণত দেখা যায় ম্য়াচের দিন। কিন্তু ম্যাচের আগের দিন এরকম জনপ্লাবন, উন্মাদনার এমন বিস্ফোরণ।


টানা সাত ম্যাচ জিতে আসা ভারতীয় দলের জন্য় শহরে ক্রিকেট জ্বর এভাবেই চড়ে গিয়েছে তুঙ্গে। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় ভারতীয় দলের বাস ইডেনের সামনে এসে দাঁড়ানোর মিনিট বিশেক আগে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের বেজার ফাঁপড়ে পড়তে হয়েছিল। ভারতের টিমবাস দেখার জন্য এমন ভিড় তাঁরা হয়তো কল্পনাও করেননি। অবস্থা সামাল দিতে তারপরই ডাক পড়ল ঘোড়সওয়ার পুলিশের। তাঁরা এসে ভিড় সামলালেন। ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হল রাস্তা। তারপর এল ভারতের টিমবাস।



তাও হাল ছাড়তে নারাজ অত্যুৎসাহীরা। বাস থেকে নামার সময় রোহিত, কোহলিদের দেখেই গর্জন করে উঠলেন। ইডেনে প্র্যাক্টিসে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটারেরা। ময়দান চত্বর তখন কাঁপছে শব্দব্রহ্মে। কখনও কোহলি... কোহলি...। পর মুহূর্তেই রোহিত... রোহিত... আর অবশ্যই ইন্ডিয়া... ইন্ডিয়া...


আরও পড়ুন: ODI World Cup Exclusive: দু'পা দৌড়ে অভিনব প্রস্তুতি, কীভাবে ব্যাটারদের আতঙ্ক হয়ে উঠলেন শামি?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial