হাংঝৌ: চিনের হাংঝাউতে বসেছে প্যারা এশিয়ান গেমসের (Para Asian Games 2023) আসর। সেই প্রতিযোগিতার তৃতীয় দিনে ভারতের ঝুলিতে এল মোট ৩০টি পদক। বিশ্বরেকর্ড গড়ে নিজের পদক ধরে রাখলেন তারকা জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিল (Sumit Antil)। সুমিতের পদক মিলিয়ে এদিন মোট ছয়টি স্বর্ণপদক জিতল ভারত। বর্তমানে ভারতের ঝুলিতে মোট ৬৪টি পদক (১৫টি সোনা, ২০টি রুপো এবং ২৯টি ব্রোঞ্জ) রয়েছে। আপাতত পদক তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। মোট ৩০০ পদক জিতে তালিকার শীর্ষে আয়োজক চিন।


এই বছর প্যারিসে আয়োজিত প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৭০.৮৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন সুমিত। ২৫ বছর বয়সি ভারতীয় অ্যাথলিট নিজেরই রেকর্ড ভাঙলেন। তিনি হাংঝৌতে ৭৩.২৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নতুন বিশ্বরেকর্ড গড়েন। জ্যাভলিনের এফ-৪৬ বিভাগে আরেক ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার সুন্দর সিংহও বিশ্বরেকর্ড গড়েন। তিনি নিজের ষষ্ঠ প্রয়াসে ৬৮.৬০ মিটার দূরত্বে নিজের জ্যাভলিন ছোড়েন। ভাঙেন শ্রীলঙ্কার দীনেশ প্রিয়নাথের ৬৭.৭৯ মিটারের রেকর্ড।


 






সুন্দর তো বিশ্বরেকর্ড গড়েনই, এফ৪৬-এ তিন ভারতীয় পোডিয়াম ফিনিশ করেন। ৬৭.০৮ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রিঙ্কু রুপো পান এবং অজিত সিংহ ৬৩.৫২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ জেতেন।


জ্যাভিলনে ভারতের সাফল্যের ধারা কিন্তু এখানেই শেষ নয়। এফ ৩৭/৩৮ বিভাগে হ্যানে নিজের তৃতীয় প্রয়াসে ৫৫.৯৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে ইতিহাস গড়েন। এটি প্যারা এশিয়ান গেমসের নতুন রেকর্ডও বটে। অঙ্কুর ধামা এবং রক্ষিতা রাজু পুরুষ এবং মহিলাদের ১৫০০ মিটার টি ১১ প্রতিযোগিতায় ভারতকে সোনা এনে দেন। অঙ্কুরই প্রথম ভারতীয় হিসাবে প্য়ারা এশিয়ান গেমসের  এক টুর্নামেন্টে একাধিক স্বর্ণপদক জিতলেন।


আজ ১৫০০ মিটারে সোনা জেতার আগে ৫০০০ মিটারেও সোনা জিতেছিলেন অঙ্কুর। নমিতা সুরেশ ভারতের দিনের শেষ স্বর্ণপদকটি জেতেন। তিনি লং জাম্পের টি ৪৭ বিভাগে সোনা জেতেন। ৫.১৫ মিটার অতিক্রম করে নমিতা স্বর্ণপদক লাভ করেন।


আরও পড়ুন: মালা পরিয়ে, পুষ্পবৃষ্টি করে চলল বরণের পালা, ইংল্যান্ড ম্যাচের আগে লখনউ পৌঁছল টিম ইন্ডিয়া