সন্দীপ সরকার, কলকাতা: মাঠে সেঞ্চুরির রোশনাই। মাঠের বাইরে জন্মদিনের জৌলুস। রবিবাসরীয় কলকাতা হয়ে রইল বিরাট-ময়।
তাঁর জন্মদিন ঘিরে আবেগের এক অদ্ভুত বলয় তৈরি হয়েছিল বাংলায়। একদিকে রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন। অন্যদিকে ভক্তদের সেলিব্রেশন চলছে শহরজুড়ে। কোথাও তাঁর ছবি দেওয়া কেক কাটা চলছে। কোথাও আবার রাস্তা মুড়ে ফেলা হয়েছে কাট আউটে। সিএবি কর্তারাও মূল্যবান স্মারক, আতসবাজির প্রদর্শনীর উপহারের ডালি নিয়ে তৈরি ছিলেন। সঙ্গে দেওয়া হয়েছিল বিশেষ কেক। বিরাট কোহলির (Virat Kohli) ছবি দিয়ে তৈরি করা। ওপরে কোহলির মিনিয়েচার এক মূর্তি। টপ হিসাবে সাজানো।
ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে দুরমুশ করার পর টিম ইন্ডিয়ার সদস্যরা অবশ্য মাঠে নয়, বিরাট কোহলির জন্মদিন পালন করলেন হোটেলে ফিরে। বাইপাসের ধারে যে হোটেলে ছিলেন ভারতীয় ক্রিকেটারেরা, সেখানে রাতেই আনানো হয়েছিল কেক। সেই কেক কেটেই পালিত হল বিরাটের জন্মদিন। ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, কোহলি কেক কেটেছেন। সতীর্থ ও দলের কোচিং স্টাফেরা মিলে গেয়েছেন বার্থ ডে ক্যারল।
সোমবার দুপুরের বিমানে কলকাতা ছাড়ছেন রোহিত শর্মারা। পরের গন্তব্য় বেঙ্গালুরু। যেখানে ১২ নভেম্বর কালীপুজোর দিন ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। গ্রুপ পর্বের শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার। কারণ, সেমিফাইনালের টিকিট আগেই কনফার্ম করে ফেলেছে ভারতীয় দল। আট ম্যাচে আট জয়। ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ভারত। শেষ ম্যাচে হারলেও, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নিশ্চিত রোহিতদের। আত্মবিশ্বাসে ফুটছে ভারতীয় শিবির। মনোবলের তুঙ্গে থেকেই কলকাতা ছাড়লেন ভারতীয় ক্রিকেটারেরা।
বিশ্বকাপে ব্যাটে-বলে অপ্রতিরোধ্য দেখাচ্ছে ভারতকে। রবিবার ইডেনে কিংগ কোহলির ব্যাটে সেঞ্চুরি। আর শেষ পাতে মিষ্টির মত রবীন্দ্র জাডেজার পাঁচ উইকেট। ৩২৭ রান তাড়া করতে নেমে ৮৩ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা (South Africa)। যাদের টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে। ২৪৩ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। রবিবার ইডেনে প্রথমে ব্য়াটিং করতে নেমে ভারতীয় দল ৩২৬ রান বোর্ডে তুলেছিল। জবাবে মাত্র ৮৩ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। নিজের ৩৫তম জন্মদিনে কেরিয়ারের ৪৯তম ওয়ান ডে সেঞ্চুরি হাঁকিয়ে সচিন তেন্ডুলকরের নজির ছুঁয়েছেন বিরাট। বিশ্বকাপে নিজেদের আট ম্যাচে টানা আট ম্যাচে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। কাপ স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন ভক্তরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন লপাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন