Rohit Sharma: সতীর্থদের কুর্নিশ রোহিতের, আত্মবিশ্বাসে ফুটছেন ভারত অধিনায়ক

IND vs NED: পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া (Team India)। চূড়ান্ত হয়ে গিয়েছে সেমিফাইনালের সূচিও।

Continues below advertisement

বেঙ্গালুরু: পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া (Team India)। চূড়ান্ত হয়ে গিয়েছে সেমিফাইনালের সূচিও। ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড (IND vs NZ)। তার আগে আত্মবিশ্বাসে ফুটছেন রোহিত শর্মা (Rohit Sharma)।

Continues below advertisement

রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের সামনে কার্যত নিয়মরক্ষার লড়াই। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আর সেই ম্যাচের আগে আত্মবিশ্বাসে ফুটছেন রোহিত। সতীর্থদের কুর্নিশ জানিয়েছেন ভারত অধিনায়ক। বলেছেন, 'এই টুর্নামেন্টে যেভাবে খেলছি, তাতে আমি ভীষণ খুশি। সতীর্থদের কুর্নিশ। যারা বিভিন্ন সময়ে নিজেদের ভূমিকা পালন করেছে এবং দায়িত্ব সামলেছে।'

অনেকেই ভেবেছিলেন যে, রবিবার প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন করবে ভারত। সুযোগ দেওয়া হবে নতুন মুখ। হয়তো বিশ্রাম দেওয়া হবে যশপ্রীত বুমরা বা মহম্মদ সিরাজ়ের মতো টানা ম্যাচ খেলে যাওয়া পেসারকে। যাতে সেমিফাইনালে তাঁদের তরতাজা অবস্থায় পাওয়া যায়। তবে সেই পথে হাঁটলেন না রোহিত। ভারতীয় একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নেমেছেন রোহিত। শার্দুল ঠাকুরকে খেলানো হবে কি না, তা নিয়ে চর্চা হলেও, রোহিত তাঁকে বাইরে রেখেই নেমেছেন।

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করবে ভারত। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট টিম ইন্ডিয়ার। রবিবার রোহিত শর্মাদের ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচে যদি কোনও অঘটন ঘটে এবং রোহিতরা হেরে যান, তাও ভারতই ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ৯ ম্যাচ খেলে ফেলেছে। তাদের পয়েন্ট ১৪। পয়েন্ট টেবিলের দুইয়ে তেম্বা বাভুমারা। শনিবার বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ১৪ পয়েন্টে শেষ করেছে অস্ট্রেলিয়াও। তবে রান রেটে সামান্য় পিছিয়ে থাকায় প্যাট কামিন্সরা শেষ করেছেন তিন নম্বরে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট আর +০.৭৪৩ রান রেট নিয়ে চার নম্বরে শেষ করল নিউজ়িল্যান্ড।

 

আগামী ১৫ নভেম্বর, বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের এক ও চারে থাকা দুই দল - ভারত ও নিউজ়িল্যান্ড প্রথম সেমিফাইনাল খেলবে। ১৬ নভেম্বর, বৃহস্পতিবার ইডেনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দুই ও তিন নম্বরে থাকা দুই দল - অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচই শুরু হবে দুপুর ২টোয়। দেড়টায় হবে টস। 

আরও পড়ুন: ভারতকে দেখে শেখো, বিশ্বকাপে বিপর্যয়ের পর বাবরদের তোপ দাগলেন শোয়েব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Continues below advertisement
Sponsored Links by Taboola