আমদাবাদ: বিশ্বকাপের (ODI World Cup) ফাইনালে কি ভারতীয় দলে কোনও চমক থাকবে?


ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) ফাইনালের ২৪ ঘণ্টা আগে জোরাল হয়ে উঠেছিল সেই চর্চা। সেই জল্পনা আরও বেড়েছিল কারণ, ম্যাচের দুদিন আগে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দীর্ঘক্ষণ বোলিং ও ব্যাটিং প্র্যাক্টিস করেছিলেন আর অশ্বিন। যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় দলের অংশ ছিলেন। সেই ম্য়াচে বল হাতে নজরও কেড়েছিলেন তামিলনাড়ুর অফস্পিনার। তবে তারপর থেকে তিনি দলের বাইরে। ফাইনালে কি ফের অশ্বিনকে খেলিয়ে চনক দেবে রাহুল দ্রাবিড়-রোহিত শর্মার টিম ম্যানেজমেন্ট? সেটাই ছিল কোটি টাকার প্রশ্ন।


ফাইনালের উইকেট নিয়ে চর্চা চলছে। চেন্নাইয়ে ঘূর্ণি পিচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত (IND vs AUS)। আমদাবাদেও কি ঘূর্ণিজাল বোনা হবে? পিচে ভারি রোলার চালানো হয়েছে। যে উইকেটে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল, সেই বাইশ গজেই রবিবারের মহারণ। পরের দিকে উইকেট ভাঙতে পারে। স্পিনাররা সাহায্য পেতে পারেন। তারপর থেকেই অনেকে কৌতূহলী হয়ে উঠেছিলেন এটা দেখতে যে, আর অশ্বিনকে খেলিয়ে ভারত তিন স্পিনারের ছকে হাঁটে কি না। রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব যে রকম ছন্দে আছেন, খেলা নিশ্চিত ছিলই। তবে ফাইনালের আগের দিনই প্র্যাক্টিসে অশ্বিনকে ব্যাটিং ও বোলিং করিয়ে তৈরি রাখা হয়েছিল। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দুজন বাঁহাতিও আছেন। ফলে অফস্পিনার অশ্বিন খেললে সুবিধা হতে পারে ভারতের, মনে করছিলেন অনেকে।


তবে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস হারার পর রোহিত জানিয়ে দিলেন যে, ভারতীয় দলে কোনও পরিবর্তন করা হচ্ছে না। সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে যে দল খেলেছিল, সেই একাদশই খেলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালেও। অর্থাৎ, অশ্বিনের জন্য ফাইনালের দরজা খুলল না। অন্য দিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, তাঁরাও সেমিফাইনালের একাদশই ধরে রেখেছেন। অর্থাৎ, অস্ট্রেলিয়া দলেও কোনও পরিবর্তন হয়নি।


টুর্নামেন্টের নাটকীয় পরিসমাপ্তির অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। একটা ব্যাপারে সকলে একমত যে, ফাইনালে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের সেরা দুই দলই। একদিকে ভারত টানা ১০ ম্যাচ জিতে, অপরাজিত থেকে ফাইনালে। অন্যদিকে প্রাথমিক ধাক্কা কাটিয়ে টানা আট ম্যাচ জিতে চূড়ান্ত যুদ্ধে নামার সুযোগ অস্ট্রেলিয়ার। ফেভারিট তকমা পাচ্ছে ভারতই। পাবে নাই বা কেন? চলতি বিশ্বকাপে প্রথমে ব্যাট করলে ভারত গড়ে ১৭৫ রানে ম্যাচ জিতেছে। আর রান তাড়া করলে গড়ে ৬৪.৪ বল বাকি থাকতে ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে একপেশেভাবে হারিয়েছিল ভারত। ফলে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার দুপুরে যে কাপ জয়ের প্রধান দাবিদার হিসাবেই নামবেন রোহিত শর্মা, বলার অপেক্ষা রাখে না।


ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ়।


অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ়াম্পা ও জস হ্যাজলউড।


আরও পড়ুন: IND vs AUS Exclusive: শামির সঙ্গে ফুচকার পুরো দোকান তুলে এনেছিলাম হোটেলে! বিশ্বের যে কোনও দল ওকে লুফে নেবে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।