মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজ়িল্যান্ড (IND vs NZ) বিশ্বকাপের (ODI World Cup) ম্যাচের আগে পিচ নিয়ে বেনজির বিতর্ক। শেষ মুহূর্তে বদলে ফেলা হল উইকেট?


বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড। যে ম্য়াচকে অনেকে বলছেন প্রতিশোধের মঞ্চ। কারণ, চার বছর আগে এই নিউজ়িল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে ভারতের কাপ স্বপ্নের সলিলসমাধি হয়েছিল। তবে সেটা ছিল ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড। আর এবার মহারণ মুম্বইয়ের ওয়াংখেড়েতে। যে মাঠে ১২ বছর আগে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত।


শোনা যাচ্ছে, ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচটি যে পিচে খেলার কথা ছিল, শেষ মুহূর্তে তা বদলে দ্বৈরথ হচ্ছে অন্য এক বাইশ গজে। যে পিচে বিশ্বকাপে ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে।


সূত্রের খবর, বুধবারের ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঝের পিচে খেলার কথা ছিল। যেটা এই মাঠের সাত নম্বর পিচ। এবং বিশ্বকাপের গ্রুপ পর্বে আরও যে চারটি ম্যাচ ওয়াংখেড়েতে আয়োজিত হয়েছে, তার কোনওটিই এই পিচে হয়নি। অর্থাৎ, যে উইকেট তরতাজা। এবং যে পিচে খেলা হলে নিউজ়িল্যান্ডের পেসাররা, বিশেষ করে ট্রেন্ট বোল্ট আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন বলে মনে করা হচ্ছিল। সেই জন্যই কি বদলে ফেলা হল পিচ?


এখন যা পরিস্থিতি, তাতে ৬ নম্বর উইকেটে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ হওয়ার কথা। যে পিচটি ঠিক মাঠের মধ্যিখানে নয়। চলতি বিশ্বকাপে দুটি ম্যাচ হয়েছে এই উইকেটে। ২১ অক্টোবর এই উইকেটেই ইংল্যান্ডকে ২২৯ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২ নভেম্বর ভারত এই পিচে শ্রীলঙ্কাকে আরও বড় ব্যবধানে, ৩০২ রানে হারিয়েছিল।


নাম প্রকাশ করা যাবে না, সেই শর্তে মুম্বই ক্রিকেট সংস্থার একজন বলেছেন, 'আগে ঠিক ছিল পাঁচটি ম্যাচ হবে যথাক্রমে ৬, ৮. ৬, ৮ ও ৭ নম্বর পিচে। এখনও পর্যন্ত আগের চার ম্যাচ হয়েছে ৬, ৮, ৬ ও ৮ নম্বর পিচে ঘুরিয়ে ফিরিয়ে।'


আইসিসি-র নিয়ম বলছে, কোন পিচে খেলা হবে, সেটা ঠিক করার দায়িত্ব মাঠ কর্তৃপক্ষের। অর্থাৎ, এক্ষেত্রে মুম্বই ক্রিকেট সংস্থার। আইসিসি-র প্রধান কিউরেটর অ্যান্ডি অ্যাটকিনসন স্থানীয় মাঠকর্মীদের সঙ্গে মিলিতভাবে কাজ করছেন।


ইংল্যান্ডের একটি সংবাদপত্রের দাবি, বারবার পিচ বদল নিয়ে অ্যাটকিনসন নাকি বিরক্ত। এমনকী, আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নাকি ফাইনালের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের ফরমান অনুযায়ী একটি পিচ প্রস্তুত করা হচ্ছে। যাতে ফাইনালে উঠলে ভারতীয় দল সুবিধা পায়।


যদিও পাল্টা মতও রয়েছে। বলা হচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে এর মধ্যে জড়িয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে। পিচ নির্বাচন ও প্রস্তুতির কাজ সম্পূর্ণ স্বাধীনভাবে করেন সংশ্লিষ্ট মাঠের কিউরেটররা। ভারতীয় ক্রিকেট মহলের কেউ কেউ এমনও বলছেন যে, টিম ইন্ডিয়ার হাতে যখন দুর্দান্ত পেস আক্রমণ রয়েছে, তখন কেন স্পিন-নির্ভর পিচ বানানোর কৌশল নেওয়া হবে? ট্রেন্ট বোল্টরা যদি উইকেট থেকে সুবিধা পান, তাহলে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ সমৃদ্ধ বোলিং লাইন আপ তো যে কোনও দলের ব্যাটিং লাইন আপে থরহরিকম্প ধরিয়ে দেবে।


পিচ বিতর্ককে তাই আমল দিচ্ছে না ভারতীয় ক্রিকেট মহল।

আরও পড়ুন: ABP Exclusive: আত্মহননের কথা ভেবেছিলেন, কপিল-মন্ত্রে সেই কুলদীপই এখন বিপক্ষের ত্রাস


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial