ধর্মশালা: দুই দলই অপ্রতিরোধ্য গতিতে দৌড়চ্ছে। বিশ্বকাপে দুই দলই ৪টি করে ম্যাচ জিতে পেয়েছে ৮ পয়েন্ট করে। কাপ জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছে তাদের। ভারত ও নিউজ়িল্যান্ড (Ind vs NZ)। রবিবার বিশ্বকাপে (ODI World Cup) মুখোমুখি দুই দেশ। যারা জিতবে, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে। ৫ ম্যাচে ১০ পয়েন্ট হয়ে যাবে বিজয়ী দলের।
ভারতীয় দল এই ম্যাচে তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) চোটের কারণে পাবে না। হার্দিক যে দলকে ভারসাম্য দেন, তা বলাই বাহুল্য। তাঁর অনুপস্থিতিতে কেমন হবে টিম ইন্ডিয়ার একাদশ? ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানান হার্দিকের অনুপস্থিতি ঢাকতে একাধিক বিকল্প রয়েছে, তবে আগেভাগে তিনি তেমন কিছু জানাতে চান না। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'হার্দিক চারটি সিম বোলারের অন্যতম। তাই ও না থাকায় কেমন, কী দল হবে সেটা দেখা যাক। আমরা তিনটি ফাস্ট বোলার বা তিন স্পিনার নিয়ে মাঠে নামতেই পারি। প্রচুর বিকল্প তো রয়েইছে। আগেভাগে আমি কিছু জানাতে চাই না।'
বিকল্প আছে বটে, তবে নিউজ়িল্যান্ড ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার একাদশ ইতিমধ্যেই বাছাই করা হয়ে গিয়েছে বলেও জানিয়ে দেন দ্রাবিড়। 'কোন একাদশ নিয়ে আমরা নামব, তা তো ঠিক হয়ে গিয়েছে। বেশি কিছু বলব না। তবে দলের ভারসাম্য় বজায় রাখতে ভিন্ন ভিন্ন বিকল্প রয়েছে। শামির মতো একজন বোলার বাইরে বসে রয়েছে। ওকে এই ম্য়াচ খেলানোর একটা ভাল সুযোগ রয়েছে। অশ্বিনের দক্ষতা নিয়েও প্রশ্ন থাকতে পারে না। ও তো বাইরে বসে রয়েছে। তাই হার্দিক ফিট হওয়া এইরকম বেশ কয়েকটি বিকল্প আমাদের কাছে আছে।' বলেন ভারতীয় দলের কোচ।
অন্যদিকে, নিউজ়িল্যান্ডও পাবে না তাদের সেরা ব্যাটার ও অধিনায়ক কেন উইলিয়ামসনকে। হাতের আঙুল ভেঙে বিশ্বকাপেই অনিশ্চিত তিনি। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন উইকেটকিপার টম ল্যাথাম।
কাদের ম্যাচ
বিশ্বকাপে আজ মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড
কোথায় খেলা
ম্যাচটি ধর্মশালায়, হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে
কখন শুরু
ম্য়াচ শুরু দুপুর ২টোয়। তার ৩০ মিনিট আগে, দুপুর ১.৩০-এ হবে টস
কোথায় দেখবেন
টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলে হাতের স্মার্টফোনেও দেখতে পাবেন ম্যাচ। ডিজ়নি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ফল যাই হোক, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ভারতই: টেলর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন