নয়া দিল্লি: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) দেখার সময় চোখে পড়ে নানা রকম ছবি ও ভিডিও (Video)। কখনো কখনো এমন কিছু ছবি-ভিডিও থাকে যেখানে আটকে যায় চোখ। এর মধ্যে আশ্চর্যজনক হচ্ছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা দৃষ্টিভ্রম।                                         


দৃষ্টিভ্রম জাতীয় ছবি প্রথমে কিছুক্ষণ মস্তিষ্ক নিয়ে খেলে। প্রাথমিকভাবে খুব কম মানুষই সেসব দৃষ্টিভ্রম ছবির অর্থ বুঝতে পারেন। তবে কিছুক্ষণ ভাবার পর অর্থ বুঝতে পারা যায়। সম্প্রতি সোশ্যালে ছড়িয়ে পড়া এমনই একটি দৃষ্টিভ্রম এখন ভাইরাল হয়েছে।  এসব দৃষ্টিভ্রম ধাঁধার মতো মনে হয়। যা সমাধান করতে পারলে মেধার বিকাশ ঘটে। একই সঙ্গে ব্যক্তিত্ব সম্পর্কেও জানা যায়। যেমনটা প্রচলিত রয়েছে—মানুষ সম্পর্কে প্রথম ধারণাই হলো শেষ ধারণা।


এবার অন্যরা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কী ভাবতে পারে সেটি প্রথম সাক্ষাতের আগে চাইলে কিছুটা জেনে নিতে পারেন। উপরে থাকা ছবিতে প্রথম দেখায় আপনি কি দেখেছেন, গাছ না সিংহের মুখ? এর উত্তরের ওপর নির্ভর করছে আপনাকে নিয়ে মানুষ কেমন ভাবতে পারে। এ জন্য ছবিটি আগে ভালো করে দেখে নিন।                     




প্রথম দেখাতে ছবিতে কি গাছ দেখতে পেয়েছেন আপনি? অধিকাংশ মানুষ ছবিতে একটি গাছ এবং তার প্রসারিত শাখা-প্রশাখা দেখতে পান। আপনিও যদি এমনটা দেখতে পান তাহলে বুঝতে হবে আপনি এমন একজন মানুষ যিনি একাকিত্ব খোঁজেন। সামাজিকতার থেকে বাসা বা বাড়িতে থাকতেই বেশি পছন্দ করেন।


এছাড়া সুখী হওয়ার নেতিবাচক অনুভূতি দূরে রাখা আপনার পক্ষে অনেক কঠিন। এ জন্য মানুষ প্রথম সাক্ষাতে খানিকটা বন্ধুত্বপূর্ণ ভাবেন আপনাকে। কিন্তু আপনার সঙ্গে গভীরভাবে মিশলে এ ধারণা বদলে যাওয়ার সম্ভাবনা থাক তাদের।



এদিকে আপনি যদি ছবিতে সিংহ দেখতে পান, তাহলে আপনি সামাজিকতায় তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এ জন্য চারপাশের অনেকেই ভুল বোঝেন আপনাকে। মানুষজন প্রথম সাক্ষাতেই ভাবে যে আপনি সবার থেকে দূরে থাকতে পছন্দ করেন। কথাও কম বলেন। তবে পরবর্তীতে মেশার পর আপনার প্রাণোচ্ছ্বল ব্যক্তিত্বকে জানতে পারেন ও ভালোবাসেন।