চেন্নাই: প্রতিপক্ষের সবচেয়ে বড় শক্তি স্পিন আক্রমণ। যে বিভাগে রয়েছেন রশিদ খান, মুজিব উর রহমান, মহম্মদ নবির মতো তারকা। আর ত্রয়ীর বিরুদ্ধে পাকিস্তানের (PAK vs AFG) ব্যাটারদের পরীক্ষা এমন এক মাঠে, যেখানকার বাইশ গজে স্পিনারদের জন্য রসদ থাকে সব সময়ই।


সোমবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপে (ODI World Cup) আফগানিস্তানের মুখোমুখি পাকিস্তান। ভারত ও অস্ট্রেলিয়া - দুই দলের কাছে পরপর হারার পর সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে গেলে জয়ের সরণিতে ফেরা বাবর আজ়মদের কাছে অক্সিজেনের সমান। আপাতত ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। তবে বাবর আজ়মদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ তাদের নেট রান রেট। -০.৪৫৬। চূড়ান্ত ল্যাপের সময় যা মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে।



পাকিস্তানের সবচেয়ে বড় কাঁটা স্পিনারদের বিরুদ্ধে ব্যাটারদের ছন্দ। এমনকী, বেঙ্গালুরুর ব্যাটিং সহায়ক পিচেও অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জ়াম্পা পাকিস্তানের বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছিলেন। আর সেখানে আফগানিস্তানের প্রধান শক্তিই হল স্পিন বিভাগ। রশিদ-নবি-মুজিব ত্রয়ী বিশ্বের যে কোনও ব্যাটিংকে চাপে ফেলে দিতে পারে। পিচ থেকে সহায়তা পেলে হয়ে উঠতে পারে ভয়ঙ্কর।

 

বিশ্বকাপে রান নেই পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজ়মের। পাক শিবির চাইবে অধিনায়ক ছন্দে ফিরুন। পাশাপাশি ২৯৪ রান করে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী মহম্মদ রিজ়ওয়ানও নিজের ছন্দ বজায় রাখুন। পাক শিবিরের বড় উদ্বেগ সউদ শকিল-ইফতিকার আমেদের মিডল অর্ডারের ধারাবাহিকতার অভাব। 


পাকিস্তানের বোলাররাও আশানুরূপ ছন্দে নেই। এমনিতেই বিশ্বকাপের আগে নাসিম শাহর ছিটকে যাওয়ার ধাক্কা ছিল। তার ওপর ছন্দে নেই হ্যারিস রউফও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শাহিন শাহর আফ্রিদি ৫ উইকেট পেলেও, নতুন বলে নজর কাড়তে ব্যর্থ। হাসান আলিও বিবর্ণ। সবচেয়ে দুরাবস্থা স্পিনারদের। শাদাব খান ও উসামা মীর একেবারেই দাগ কাটতে পারছেন না। তাঁরা না পারছেন রান আটকাতে, না উইকেট তুলতে। যে ফাঁক কাজে লাগাতে চাইবে আফগানিস্তান।


তবে রহমানুল্লাহ গুরবাজ় ছাড়া আফগান ব্যাটারদের কেউই ছন্দে নেই। ইক্রাম অলিখিল, আজ়মাতুল্লাহ ওমরজ়াই ও হাশমাতুল্লাহ শাহিদির প্রতিভা নিয়ে কারও সন্দেহ নেই। কিন্তু বড় মঞ্চে পারফর্ম করার চাপ সামলে নিজেদের মেলে ধরতে হবে। ওয়ান ডে ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে এখনও অপরাজিত পাকিস্তান। সাতবারের সাক্ষাতে সাতবারই জিতেছে পাকিস্তান। এবারও কি সেই রেকর্ড অক্ষুণ্ণ থাকবে?


আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ফল যাই হোক, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ভারতই: টেলর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial