কাঠমাণ্ডু: ওয়ান ডে বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হল নেপালের। যোগ্যতা অর্জনকারী পর্বে শনিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হল নেপালকে (Nepal vs Netherlands)।
ভারতের মাটিতে আগামী অক্টোবর-নভেম্বরে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। তবে টুর্নামেন্টের মূল পর্বে খেলার স্বপ্নভঙ্গ হল নেপালের। শনিবার হারারেতে নেদারল্য়ান্ডসের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপের বাছাইপর্বের গ্রুপ লিগ থেকেই বিদায় নিল নেপাল। শনিবার প্রথমে ব্যাট করে নেপাল মাত্র ১৬৭ রানে অল আউট হয়ে যায়। মাত্র ২৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে রান তুলে দেয় নেদারল্যান্ডস।
গ্রুপ লিগের চারটের মধ্যে তিনটি ম্যাচে হেরে সুপার সিক্স পর্বের আগেই ছিটকে গেলেন সন্দীপ লামিছানেরা। গ্রুপ এ থেকে সুপার সিক্সে উঠল ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডস। এই গ্রুপ থেকে নেপালের আগেই বিদায় নিয়েছে আমেরিকা। নেপালও আমেরিকাকে হারিয়েছিল। তবে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছিল লামিছানেদের। শনিবার হারতে হল ডাচদের কাছেও।
গ্রুপ বি থেকে সুপার সিক্সে ওঠার ব্যাপারে এগিয়ে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং ওমান। টেস্ট খেলার ছাড়পত্র থাকা দেশ আয়ার্ল্যান্ডও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে পারে। সুপার সিক্স পর্ব থেকে দুটি দেশ চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে আয়োজিত ওয়ান ডে বিশ্বকাপে খেলবে।
ভারতে আয়োজিত বিশ্বকাপে মোট ১০টি দেশ খেলবে। আটটি দেশ ইতিমধ্যেই মূলপর্বে খেলার যোগ্যতা পেয়ে গিয়েছে। বাকি দুই জায়গায় বিশ্বকাপের মূলপর্বে কারা খেলবে, তা ঠিক করতেই এখন জিম্বাবোয়েতে মোট ১০টি দলকে নিয়ে বাছাই পর্বের খেলা চলছে।
যোগ্যতা অর্জনকারী পর্বে পরপর দু'ম্যাচে পাঁচ উইকেট করে নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। ওয়ান ডে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৯৮ রানে শেষ হয়ে যায় ওমান (Sri Lanka vs Oman)। ওয়ান ডে ক্রিকেটে তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। কোনও উইকেট না হারিয়ে সেই রান তুলে নিল শ্রীলঙ্কা। ম্যাচ জেতে ১০ উইকেটে। পরপর দুই ম্যাচ জিতে সুপার সিক্সে কার্যত উঠেই গেল শ্রীলঙ্কা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial