হারারে: ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) যোগ্যতা অর্জনকারী পর্বে দুটি ছবি যেন অপরিবর্তিত। একদিকে দাপট চলছে শ্রীলঙ্কার (WI vs SL)। যারা ইতিমধ্যেই বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গিয়েছে। অন্যদিকে হেরেই চলেছে ওয়েস্ট ইন্ডিজ। যারা বিশ্বকাপের মূল পর্বে ওঠার দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে।


শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিল শ্রীলঙ্কা। নিয়মরক্ষার ম্যাচে দাপটের সঙ্গে জয় দাসুন শনাকাদের। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করলেন পাথুম নিশাঙ্কা। ফের চার উইকেট মাহিশ তিকশানার। ওয়ান ডে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের সুপার সিক্সে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল শ্রীলঙ্কা। রবিবার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার আগে দুরন্ত ছন্দে শ্রীলঙ্কা।


লক্ষ্য ছিল মাত্র ২৪৪ রানের। যে রান দাপট দেখিয়ে তুলে ফেলল শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতেই উঠল ১৯০ রান। নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নের জুটি শুরুতেই যেন নিশ্চিত করে দিলেন যে, শ্রীলঙ্কার জয়রথ অপ্রতিরোধ্যই থাকবে। নিশাঙ্কা ১০৪ ও করুণারত্নে ৮৩ রান করেন। ৩৪ বল বাকি থাকতে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করে দেন কুশল মেন্ডিস ও সাদিরা সমরবীক্রমা।


ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র ইতিবাচক ছবি হল, কিসি কার্টির ইনিংস। ৯৬ বলে ৮৭ রানের লড়াকু ইনিংস খেলেন কার্টি। তাঁর জন্যই ভদ্রস্থ রান তুলতে সক্ষম হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।


নতুন মুখে আস্থা


ভারতের (Indian Cricket Team) বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করে দিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (West Indies Cricket Board)। যে দলে রয়েছে চমক। দুজন নবাগতকে রাখা হয়েছে দলে। যাঁদের এখনও টেস্ট অভিষেক হয়নি। সেই সঙ্গে দলে ফেরানো হল প্রায় ২ বছর দলের বাইরে থাকা স্পিনারকে।


নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে সিরিজ দিয়েই অভিযান শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ডমিনিকায় রোহিত শর্মাদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন ক্যারিবিয়ানরা।


বাংলাদেশ এ দলের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ এ-র হয়ে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাঁহাতি ব্যাটার কার্ক ম্যাকেঞ্জি। তাঁকে দলে নেওয়া হয়েছে। সঙ্গে অ্যালিক অ্যাথানাজ়ও দলে সুযোগ পেয়েছেন। দুজনই টেস্ট অভিষেকের অপেক্ষায়।


তবে দলে সবচেয়ে বড় চমক রাহকিম কর্নওয়ালের প্রত্যাবর্তন। ২০২১ সালের নভেম্বরে যিনি শেষ টেস্ট খেলেছিলেন। তাঁকে প্রথম একাদশে রাখা হলে সেটা হবে রাহকিমের দশম টেস্ট। প্রথম একাদশের স্পিনার গুডাকেশ মোতি চোট পাওয়ায় সুযোগ পেলেন দীর্ঘদেহী স্পিনার রাহকিম।


আরও পড়ুন: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! কমনওয়েলথ গেমসে সোনাজয়ীর প্যারিস অলিম্পিক্সে নামার স্বপ্ন কার্যত শেষ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      


https://t.me/abpanandaofficial