নন্দীগ্রাম : বিধানসভা ভোটে ( Assembly Elections ) সকলের নজর ছিল এই কেন্দ্রে। হেভিওয়েটদের ব্যাটেলফিল্ড ছিল নন্দীগ্রাম ( Nandigram ) । মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াইয়ে সরগরম ছিল এই কেন্দ্র। তেইশের পঞ্চায়েত ভোটেও সকলের নজরে নন্দীগ্রাম। মনোনয়ন পর্ব থেকেই চর্চায় নন্দীগ্রাম। কিন্তু সেখানেই সকাল সকাল বন্ধ ভোট ! 



বুথের দরজা বন্ধ


নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোট বয়কটের ডাক দেওয়া হল। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে ভোট বয়কটের ডাক দিলেন স্থানীয়রা। জোর করে ভোট বন্ধ করে দিলেন তাঁরা। উত্তাপ ছড়িয়েছে এলাকা জুড়ে। এদিকে বুথের ভিতর লুকিয়ে রয়েছে পুলিশ! হলদিয়ায় বাহিনী না থাকায় বুথের দরজা বন্ধ করে দিলেন বিরোধীরা।  


ফেলে দেওয়া হল ব্যালট বাক্স !


অন্যদিকে, ভোট শুরুর আগেই জ্যাংড়ায় বুথ দখলের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম ও বিজেপির এজেন্টদের মেরে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল। বুথের মধ্যে ভাঙচুর হল, ফেলে দেওয়া হল ব্যালট বাক্স ! 
পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন সিপিএম ও বিজেপি কর্মীরা। বুথ ভাঙচুরের পর ব্যালট বাক্স ফেলে দেওয়া হল ঝোপে, পরে উদ্ধার হল ব্যালট বাক্স ।   


পুলিশের পায়ে পড়লেন ভোটাররা                

 শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তারাচাঁদবাড় গ্রামে ৬৭ এবং ৬৮ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোট শুরু হতে দিতে নারাজ হন ভোটাররা। বুথের ৫০ মিটার দূরে দাঁড়িয়ে সিভিক ভলান্টিয়ার। আতঙ্কিত পুলিশ কর্মীরা বুথ থেকে কিছুটা দূরে একটি ঘরে আশ্রয় নেন। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে পুলিশের পায়ে পড়েন ভোটাররা। নিরাপত্তার দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান গ্রামবাসীদের একাংশ।



'লোডশেডিং করিয়ে তৃণমূল কারসাজি করে ব্যালট চুরি'


অন্যদিকে পটাশপুর ২ নম্বর ব্লকের খাড় গ্রাম পঞ্চায়েতের রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের ৮৯ নম্বর বুথে ব্যালট চুরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হল। অভিযোগ জানাতে গেলে বিজেপি প্রার্থীকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।


বিজেপির অভিযোগ, রাতে এলাকায় ঘন ঘন লোডশেডিং করিয়ে তৃণমূল কারসাজি করে ব্যালট চুরি করেছে। বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের পাল্টা অভিযোগ তোলে তৃণমূল। সকালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে জমায়েত হঠায়।           


 


আরও পড়ুন :


 আজ ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial