ভুবনেশ্বর: ভারতীয় হকির সাফল্যের পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। এবারের অলিম্পিক্সে ভারতের পুরুষ ও মহিলা হকি দল দুর্দান্ত পারফর্ম করেছে টোকিওয়। পুরুষরা ব্রোঞ্জও জিতে এসেছেন। আর হকিতে এই সাফল্যের মূলে অন্যতম কারিগর মনে করা হচ্ছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে। এবার আরও একবার খবরে ওড়িশার মুখ্যমন্ত্রী।


এবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের নেতৃত্বে সেই রাজ্যের মন্ত্রীসভার তরফে ৮৯টি বহুমুখী ইন্ডোর স্টেডিয়ামের অনুমোদন করা হয়েছে। এই স্টেডিয়ামগুলোয় শুধুমাত্র খেলাধুলোর জন্যই ব্যবহৃত হবে না। এছাড়াও আরও বিভিন্ন ইস্যুতে এই স্টেডিয়ামগুলো ব্যবহৃত হবে। বিভিন্ন সময়ে বিভিন্নরকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় গরীব মানুষদের। তাঁদের বাড়ি ভেঙে যায় অনেক সময়। সেক্ষেত্রে যাতে তাঁদের কোনও সমস্যা না হয়, তার জন্য দুর্যোগ শেল্টার হিসেবেও ব্যবহার করা হবে সেই স্টেডিয়ামগুলো। এছাড়াও ফিল্ড হাসপাতাল হিসেবেও ব্যবহৃত হবে এই স্টেডিয়ামগুলো। এই প্রকল্পের মোট খরচ হবে ৬৯৩.৩৫ কোটি টাকা। দ্রুত এই স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ হবে। আগামী ১৮ মাসের মধ্যেই সেই কাজ শেষ করা হবে।


উল্লেখ্য, ১৯৮০ সালের পর এবার ফের অলিম্পিক্সের মঞ্চে পদক জিতেছে ভারত। তার জন্য নেপথ্যে রয়েছে নবীন পট্টনায়েকের অবদানও। ২০১৮ সালে সাহারা গোষ্ঠী হকির স্পনসরশিপ তুলে নেওয়ার পর তাঁদের পাশে দাঁড়িয়েছিল ওড়িশা সরকার। সেই বছরই হকি দলের স্পনসরশিপের ঘোষণা করা হয় নবীন পট্টনায়েকের সরকারের তরফে। ২০২৩ সাল পর্যন্ত চুক্তিতে মোট ১৫০ কোটি টাকা অর্থ সাহায্য করা হবে ওড়িশা সরকারের তরফে। এই প্রথমবার দেশের কোনও রাজ্যের সরকার কোনও ক্রীড়াক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেছে। 


উল্লেখ্য, এবারের অলিম্পিক্সে জার্মানির বিরুদ্ধে হকির সেমিফাইনালে জিতে ব্রোঞ্জ পদক ঝুলিতে পুরেছে ভারতীয় হকি দল। কিন্তু মহিলা হকিতে ভারতীয় দল তাঁদের সেমিতে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হেরে যায়। ফলে পদক আসেনি এবার। কিন্তু রানি, গুরজিতদের লড়াই সবার মন জয় করে নিয়েছে।