কটক: অলিম্পিক্সে হকিতে নজরকাড়া পারফরম্যান্স করেছে ভারত। পুরুষ হকি দল টোকিও থেকে ব্রোঞ্জ জিতে ফিরেছে। আর মহিলা হকি দল পদক না পেলেও অনবদ্য লড়াই করে সকলের প্রশংসা আদায় করে নিয়েছে।


সেই পারফরম্যান্সেরই পুরস্কার পেল। ২০২৩ সাল থেকে পরবর্তী আরও দশ বছরের জন্য ভারতীয় হকিকে স্পনসর করার সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। মঙ্গলবার এমনই ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।


২০১৮ সালে সাহারা সংস্থা আর্থিক তছরুপ কাণ্ডে জড়িয়ে সরে যাওয়ার পরে ভারতীয় হকির হাল ধরতে এগিয়ে এসেছিল ওড়িশা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ২০১৮ সাল থেকে পাঁচ বছরের জন্য ভারতীয় হকি দলকে ১০০ কোটি টাকা স্পনসর করেছিলেন। ভারতের পুরুষ হকি দলের পাশাপাশি ভারতের মহিলা হকি দলেরও প্রধান পৃষ্ঠপোষক ছিল ওড়িশা সরকার। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না তা প্রমাণ হয়েছে টোকিও অলিম্পিক্সে। ২০২৩ সালে শেষ হয়ে যাচ্ছে সেই চুক্তি। কিন্তু এ বার ভারতীয় হকি দলের সঙ্গে আরও দশ বছরের জন্য চুক্তি নবীকরণ করতে চাইছে ওড়িশা সরকার। মঙ্গলবার সেই ইচ্ছের কথাই জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।    



টোকিও অলিম্পিক্সে গর্বের মুহূর্ত উপহার দিয়েছে ভারতের পুরুষ ও মহিলা হকি দল। ১৯৮০ সালের পরে এই প্রথমবার অলিম্পিক্সে পদক জিতেছে ভারতীয় হকি দল। ৪১ বছর পরে গেমসের মঞ্চে ভারতীয় হকি নিজেদের হাজিরা সদর্পে ঘোষণা করেছে। টোকিও অলিম্পিক্সে ভারতীয় পুরুষ ও মহিলা হকি দল অসাধারণ পারফরম্যান্স করেছে। ভারতীয় মহিলা হকি দলও তাদের তৃতীয় অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছেছিল। পদক না পেলেও রানি রামপালদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।


মঙ্গলবার টোকিও ফেরত ভারতীয় হকি দলের সদস্যদের সংবর্ধনা দিল ওড়িশা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক দুই দলের সদস্যদের অভ্যর্থনা ও সম্মান জানান। এদিন ভারতীয় পুরুষ হকি দলের সদস্য অমিত রোহিদাস ও বীরেন্দ্র লাকরাকে আড়াই কোটি করে টাকা ও দীপগ্রেস এক্কা এবং নমিতা টোপ্পোকে ৫০ লাখ করে টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়।


আর্থিক পুরস্কারের পাশাপাশি ওড়িশা সরকারের তরফ থেকে চার ক্রীড়াবিদকে চাকরির নিয়োগপত্রও প্রদান করা হয়। লাকরা ও রোহিদাসকে পুলিশের উচ্চপদস্থ চাকরিতে নিয়োগ করা হয়। কলিঙ্গ স্টেডিয়ামে সরকারের তরফে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়।