মুম্বই: বিশ্ব ক্রিকেটের ভিত্তিভূমি ধরে সজোরে নাড়িয়ে দিয়েছিল ১৯৮৩-তে ভারতের বিশ্বকাপ জয়। সম্পূর্ণ আন্ডারডগ হিসেবে খেলতে নেমে কপিলদেবের নেতৃত্বে অনভিজ্ঞ টিম জিতে নিয়েছিল বিশ্ব। ঐতিহাসিক সেই জয় এবার তুলে ধরা হবে সেলুলয়েডের পর্দায়। ছবিটি তৈরি করছেন অনুরাগ কাশ্যপের ফ্যান্টম ফিল্মস ও সেলিব্রিটি ক্রিকেট লিগের প্রতিষ্ঠাতা বিষ্ণু ইন্দুরি। এ ব্যাপারে মউ স্বাক্ষরও হয়ে গিয়েছে।

মৌ অনুযায়ী, প্রযোজকরা খেলোয়াড়দের আসল নাম ব্যবহার করতে পারবেন, তাঁদের জীবনের বাস্তব ঘটনার ভিত্তিতেই তৈরি হবে ছবিটি। সেদিনের সেই বিশ্বচ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন কপিল দেব এক বিবৃতিতে জানিয়েছেন, ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের সফর প্রকৃত অনুপ্রেরণার জন্ম দেয়। ওই জয় প্রমাণ করে, যদি কেউ প্রকৃতপক্ষে কিছু চায়, তবে সে সেটা পেতে পারে, তা পৃথিবী তার সম্পর্কে যা-ই ভাবুক।

ফ্যান্টম ফিল্মস এখনও পর্যন্ত লুটেরা, কুইন, উড়তা পঞ্জাব ও এনএইচ টেনের মত বেশ কিছু সমালোচকদের প্রশংসা পাওয়া ও বক্স অফিসে সফল ছবি প্রযোজনা করেছে। দুই প্রযোজক সংস্থা জানিয়েছে, ১৯৮৩-র বিশ্বকাপজয় নিয়ে ছবি তৈরির সুযোগ পেয়ে তারা ভীষণ উত্তেজিত, কারণ এ ধরনের অনুপ্রেরণা জাগানো বাস্তব ঘটনা নিয়ে ছবি তৈরির সুযোগ খুব একটা মেলে না।