ভূবনেশ্বর: হকি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনা স্পেনকে ৪-৩ গোলে হারিয়ে দিল। এভাবে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে অলিম্পিকে সোনার পদকজয়ী আর্জেন্টিনা।পুল এ-র ম্যাচের প্রথমার্ধের তিন মিনিটে গোল দিয়ে এগিয়ে গিয়েছিল স্পেন। তরুণ এনরিক গোঞ্জালেস আর্জেন্টিনার গোলরক্ষক জুয়ান ভিভালডির রক্ষণ ভেঙে স্পেনকে এগিয়ে দিয়েছিলেন।
বিশ্বের হকি দলগুলির ক্রমতালিকায় আর্জেন্টিনার চেয়ে ছয় ধাপ পিছিয়ে থাকা স্পেন পুরো ম্যাচ জুড়েই সমানে টক্কর দিয়েছে। ক্রম তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা এই হাইস্কোরিং ম্যাচে কোনওক্রমে কষ্টার্জিত জয় পেয়েছে।
স্পেনের খেলোয়াড়দের থামাতে আর্জেন্টিনার কোচ লোস লিওনেসকে তাঁর সমস্ত অস্ত্রই বের করতে হয়। প্রত্যেক বিভাগেই আর্জেন্টিনার সঙ্গে সমান লড়াই করেছে স্পেন।
স্পেন এগিয়ে যাওয়ার কয়েক মিনিট পর মাজ্জিলি স্পেনের গোলরক্ষক কুইসো কোর্টেসকে পরাস্ত করে সমতা ফিরিয়ে আনেন।
কিন্তু ১৪ মিনিটেই পেনাল্টি কর্নারে জোসেপ রোমিউ-র গোলে ফের এগিয়ে যায় স্পেন। পরের মিনিটেই ফের গোল করে দলকে সমতায় ফেরান মাজ্জিলি।
এরপর পেনাল্টি কর্নারে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন পেইল্লাট।
দ্বিতীয়ার্ধে দুই দল প্রথমার্ধের মতোই একই গতি ও তীব্রতায় ম্যাচ খেলতে থাকে। কিন্তু কোনও দলই গোল করতে পারছিল না।
কিন্তু দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে সমতা ফেরান স্পেনের ভিসেন রুয়াজ।
খেলার ৪৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন পেইল্লাট।
স্পেন খেলায় সমতা ফেরানোর প্রবল চেষ্টা করে। কিন্তু তাদের চেষ্টা সফল হয়নি।