নয়াদিল্লি: স্বাধীনতা পরবর্তী সময়ে অলিম্পিক্সের মঞ্চে প্রথম ভারতীয় হিসেবে এক মরশুমে দুটো পদক জয়ের নজির গড়েছেন। মনু ভাকেরকে নিয়ে ভারতীয় ক্রীড়ামহলে উন্মাদনার শেষ নেই। ভারতের শ্য়ুটিংয়ে এখন মনুই তরুণ প্রজন্মের কাছে আইকন। তবে শুধুই কি শ্যুটিং? ভারতনাট্যম শিখেছেন তরুণী শ্যুটার। এবার সেই ঝলকও দেখা গেল। স্কুলের ছাত্রীদের সঙ্গে 'কালা চশমা' গানের সঙ্গে পা মেলাতে দেখা গেল মনুকে। ভিডিও ক্লিপ মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়।


প্য়ারিস অলিম্পিক্স থেকে জোড়া পদক জিতে দেশে ফেরার পরই চারিদিক থেকে সংবর্ধনা পাচ্ছেন। তেমনই চেন্নাইয়ে এক স্কুলের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মনু। সেখানে দেখা গেল স্কুলের ছাত্রীদের সঙ্গে বলিউডের জনপ্রিয় গান কালা চশমা গানে পা মেলাতে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে নিজেই ছাত্রীদের গানের স্টেপও কোথাও কোথাও মনে করিয়ে দিচ্ছেন মনু।


 






স্কুলে থাকাকালীন, অল্পবয়সেই নিছক খেলার ছলেই শ্যুটিংয়ে হাতেখড়ি মনুর। তারপর ধীরে ধীরে হাত পাকিয়ে বিশ্বের সেরাদের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। প্যারিসে দুই ইভেন্টে ব্রোঞ্জ তো জিতেছেনই পদকের হ্যাটট্রিক অল্পের জন্য মিস করে এক ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেন মনু। তবে শুধুমাত্র শ্যুটিং নয়, মনুর পছন্দের তালিকা কিন্তু বেশ লম্বা। নিজের অবসর সময়ে একাধিক কাজকর্ম করে সময় কাটাতে ভালবাসেন ২২ বছর বয়সি ভারতীয় তারকা শ্যুটার। অবসরে তিনি ঠিক কী কী করতে ভালবাসেন তিনি?


কিছুদিন আগেই নীরজ চোপড়ার সঙ্গে মনু ভাকেরের সম্পর্ক নিয়ে নানা আলোচনা উঠে এসেছিল। মনু সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ''আমি এসব নিয়ে কিছুই জানি না। এসব কবে হল, আমি ছিলামও না। তবে ২০১৮ থেকে আমরা বিভিন্ন ইভেন্টে গিয়ে একে অপরের সঙ্গে কথা বলছি। তার বাইরে বেশি কথা হয় না। এই ইভেন্টগুলোতেই যা কথা হয়। তবে যে সব জল্পনা শোনা যাচ্ছে তাতে সত্যতা নেই কোনও।'' মনুর বাবা রামকিষণও কিছুদিন আগে সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, ''মনুর বয়স এখনও অনেক কম। ওর তো এখনও বিয়ের বয়সই হয়নি। আমরা ওর বিয়ে নিয়ে কিছুই ভাবছি না।''