নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) কুস্তি থেকে ভারতের ঝুলিতে এসেছে মাত্র একটি পদক। ৫৭ কেজি ফ্রিস্টাইল ইভেন্টে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছেন আমন শেহরাওয়াত। কিন্তু তাছাড়া কেউই পদক জিততে পারেননি। এবার কুস্তিতে ভারতের পদক না আসার জন্য কুস্তিগীরদের আন্দোলনকেই দায়ী করলেন সঞ্জয় সিং। ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান সঞ্জয় মনে করেন অলিম্পিক্সের কুস্তি ইভেন্টে পর্যাপ্ত পদক না আসার পেছনে রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে বিনেশ, সাক্ষীদের আন্দোলন। ওজন বিতর্কে জড়িয়ে ফাইনালে উঠলেও ভিনেশ ফোগত পদক জয়ের ম্যাচেই নামতে পারেননি। তাঁর বিষয়টি আদালতের বিচারাধীন। এই পরিস্থিতিতে বিনেশ আদৌ পদক জিততে পারবেন কি না, তা দেখার।
এক সাক্ষাৎকারে সঞ্জয় সিংহ বলেন, "আপনি যদি এটিকে অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, ১৪-১৫ মাস ধরে যে প্রতিবাদ হয়েছিল, তাতে পুরো দেশের কুস্তি ব্যবস্থা বিপর্যস্ত হয়েছিল। একটি বিভাগকে ছেড়ে দিন, অন্য বিভাগের কুস্তিগিররা জাতীয় এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতেই পারেননি। পর্যাপ্ত অনুশীলন করতে পারেননি। তাই কুস্তিগিররা প্যারিস অলিম্পিক্সে ভাল পারফর্ম করতে পারেনি।''
উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে কুস্তির ৫০ কেজি ফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন বিনেশ। প্রথম ভারতীয় মহিলা হিসাবে কুস্তিতে অলিম্পিক্স পদক সুনিশ্চিত করে ফেলেছিলেন বছর ২৯-র তারকা। তবে হঠাৎই স্বপ্নভঙ্গ। ফাইনাল ম্য়াচের দিন সকালবেলা নিয়ম মেনেই বিনেশের ওজন পরিমাপ করা হয়। সেখানে মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য বিনেশ ফোগতকে বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল অলিম্পিক্স কমিটি। শুধু যে তিনি সোনা জয়ের ম্যাচে ম্যাটে নামতে পারেননি তাই নয়, নিয়ম অনুযায়ী তিনি নিজের বিভাগে সবার নীচে শেষ করবেন বলেও জানানো হয়।
এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করেন বিনেশ। ফাইনালের দিন বাড়তি ওজন থাকলেও, নিয়ম মেনে ফাইনাল পর্যন্ত পৌঁছনোয় তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া হোক, এই দাবি জানিয়েছিলেন ভারতীয় কুস্তিগীর। সেই নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করার কথা ছিল বেশ কয়েকদিন আগেই। তবে আজও তা হল না। এই নিয়ে তৃতীয়বার পিছিয়ে দেওয়া হল সিদ্ধান্ত ঘোষণার দিন। শুক্রবার, ১৬ অগাস্ট সন্ধে ছ'টায় (ভারতীয় সময় অনুয়ায়ী রাত সাড়ে ন'টা) বিনেশের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা।
আরও পড়ুন: 'কোনও টাকা পাইনি', কেন্দ্রীয় মন্ত্রকের তথ্যকে 'মিথ্যা' দাবি পোনাপ্পার