নয়াদিল্লি : স্বপ্নভঙ্গ ! শেষ মুহূর্তে ডিসকোয়ালিফাই হয়ে গেলেন বিনেশ ফোগত ! ওজন বেশি হওয়ায় ফাইনাল থেকে ছিটকে গেলেন তিনি। ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। শুধু তা-ই নয়, অলিম্পিক্স মহিলা কুস্তির ৫০ কেজি বিভাগ থেকে বাতিল হওয়ার পরই ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই পরিস্থিতিতে কুস্তিগিরের পাশে দাঁড়ালেন একসময় ভারতকে অলিম্পিক্সে সোনা এনে দেওয়া অভিনব বিন্দ্রা। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি বিনেশের উদ্দেশে লিখলেন, "সম্পূর্ণ হতাশ। মানুষের কাছে সত্যিকারের চ্যাম্পিয়ন হওয়ার জন্য কখনো কখনো আপনার সোনা জয়ের প্রয়োজন পড়ে না।"  


 






বিনেশের বিরুদ্ধে এহেন সিদ্ধান্তে হতাশ গোটা দেশ। উদ্বিগ্ন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। তিনি নাকি ইতিমধ্যেই ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষার (PT Usha) সঙ্গে এই প্রসঙ্গে কথাও বলে ফেলেছেন। এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীর পিটি ঊষার সঙ্গে কথা বলে তাঁর থেকে গোটা বিষয়টা সবিস্তারে প্রথমে জানতে চান। এই পরিপ্রেক্ষিতে ভারতের সামনে কী কী বিকল্প রয়েছে, সেকথাও তিনি জিজ্ঞেস করেন বলে খবর। পাশাপাশি রিপোর্টে দাবি করা হয় প্রধানমন্ত্রী মোদি ফোনে পিটি ঊষাকে বার্তা দিয়েছেন যাতে তিনি বিনেশের এই বাতিল হওয়ার সিদ্ধান্তের কড়া বিরোধ জানান যদি তাতে বিনেশ কোনওরকমভাবে তাতে লাভবান হন।


এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, বিনেশ, তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন ! তুমি ভারতের গর্ব এবং প্রত্যেক ভারতীয়র অনুপ্রেরণা। আজকের বিপত্তি আঘাত করেছে। আমি যে কী হতাশ ভাষায় যদি তা প্রকাশ করতে পারতাম। একই সময়ে তুমি স্থিতিস্থাপকতার প্রতীক। সবসময় তুমি চ্যালেঞ্জকে সামনে থেকে নিয়েছ। আরও শক্তিশালী হয়ে ফিরে এসো। আমরা তোমার পাশে আছি।