ব্রিসবেন: টোকিও অলিম্পিক্স শুরুর ঠিক দুদিন আগে ২০৩২ সালের অলিম্পিক্সের আয়োজক দেশের নাম ঘোষণা করে দেওয়া হল। ২০৩২ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। বুধবার সরকারিভাবে এমনটাই ঘোষণা করল আন্তর্জাতিক অলিম্পক সংস্থা (আইওসি)। আইওসি-র অভ্যন্তরীণ ভোটাভুটিতে এরতরফা সম্মতি মেলে ব্রিসবেনকে ৩৫তম অলিম্পিক্সের দায়িত্ব দেওয়ার বিষয়ে।


ব্রিসবেন শহরকে ২০৩২ সালের আয়োজক হিসেবে বেছে নেওয়ার অর্থ, ৩২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ফের অলিম্পিক্স আয়োজন করা হবে। এর আগে ২০০০ সালে সিডনিতে অলিম্পিক্স অনুষ্ঠিত হয়েছিল।


ব্রিসবেনকে অলিম্পিক্সের আয়োজক দেশের দায়িত্ব দেওয়ার বিষয়টিতে মেনে নিচ্ছেন কি না, সেই বিষয়ে জানতে চেয়ে ভোটাভুটি হয়েছিল। মোট ৮০টি ভোটিং কার্ড বিতরণ করেছিল আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। যার মধ্যে বৈধ ভোট পড়ে ৭২টি। ব্রিসবেনকে দায়িত্ব দেওয়ার পক্ষে ভোট পড়ে ৭৭টি। বিপক্ষে ভোট পড়ে মাত্র ৫টি। অর্থাৎ ব্রিসবেনকে বেছে নেওয়া হয়েছে ৭২-৫ ভোটের ফলাফলে।


অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেছেন, “আমরা জানি কীভাবে সফল অলিম্পিক্স আয়োজন করতে হয়।” ব্রিসবেনের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দু’হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। আতসবাজি পোড়ান হয় ব্রিসবেন শহরে জুড়ে।





প্রসঙ্গত, ২০২৪ সালের অলিম্পিক্স আয়োজন করবে ফ্রান্সের রাজধানী প্যারিস। ২০২৮ সালের অলিম্পিক্স আয়োজিত হবে মার্কিন মুলুকে। লস অ্যাঞ্জেলসে। বুধবার টোকিও থেকেই অলিম্পিক্স আয়োজকরা ব্রিসবেনের নাম ঘোষণা করে দিলেন। টোকিওর পর প্যারিস ও লস অ্যাঞ্জেলস. তার পরই ব্রিসবেনে অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালীন অলিম্পিক্স। সুতরাং, প্রস্তুতির জন্য ১১ বছর সময় হাতে পাচ্ছে ব্রিসবেন। অলিম্পিক্সের পাশাপাশি ২০৩১ সালের প্যারালিম্পিক গেমসও অনুষ্ঠিত হবে ব্রিসবেনে।


কয়েক মাস আগেই মোটামুটিভাবে একটা আভাস পাওয়া গিয়েছিল যে, ২০৩২ সালের অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পেতে চলেছে ব্রিসবেন। এই করোনা অতিমারির মধ্যেও তাই অস্ট্রেলিয়ার একাধিক প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন টোকিওতে। হাসিমুখেই দেশে ফিরবেন তাঁরা।