নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্স শুরুর আগেই বিতর্ক ভারতীয় টেনিসমহলে! অলিম্পিক্সে যোগ্যতা অর্জন নিয়ে বিস্ফোরক ট্যুইট করলেন রোহন বোপন্না। তাঁকে সমর্থন করেছেন সানিয়া মির্জা। দুই তারকার যে আচরণের কড়া নিন্দা করেছে সর্বভারতীয় টেনিস সংস্থা (এআইটিএ)। তাদের দাবি, নিয়ম না জেনে ট্যুইট করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন দুই তারকা।
কি নিয়ে বিতর্ক? জানা গিয়েছে, সর্বভারতীয় টেনিস সংস্থা (এআইটিএ) আন্তর্জাতিক টেনিস ফেডারেশনকে (আইটিএফ) অনুরোধ করেছিল আসন্ন অলিম্পিক্সে দ্বিভিজ শরণের পরিবর্তে সুমিত নাগাল ও বোপন্না জুটিকে খেলতে দেওয়া হোক। দ্বিভিজ জুলাই মাসে সিঙ্গলসের জন্য যোগ্যতা অর্জন করেন। ফলে সর্বভারতীয় টেনিস সংস্থা অলিম্পিক্স ডাবলস থেকে তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেয়। নাগাল ও বোপন্না সম্মিলিত ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি যোগ্যতা অর্জন করতে না পারায় তাঁদের নাম ডাবলসের জন্য পাঠায় সর্বভারতীয় টেনিস সংস্থা।
সোমবার এআইটিএ-র দিকে তোপ দাগলেন ভারতীয় টেনিসের অন্যতম সেরা তারকা বোপন্না। তাঁর অভিযোগ, টোকিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে ভারতীয় টেনিসের নিয়ামক সংস্থা। বোপন্না ট্যুইট করেন, 'আইটিএফ কখনওই আমার আর সুমিতের মনোনয়ন গ্রহণ করেনি। আইটিএফ স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে, চোট বা অসুস্থতা ছাড়া ২২ জুনের পরে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কোনও বদল আসবে না। আমাদের এখনও অলিম্পিক্সে যোগ দেওয়ার সম্ভাবনা আছে বলে এআইটিএ খেলোয়াড়, সরকার, সংবাদমাধ্যম-সহ সবাইকে ভুল বুঝিয়েছে।'
যদিও বোপন্না ও সানিয়ার ট্যুইটের কড়া সমালোচনা করেছে সর্বভারতীয় টেনিস সংস্থা। এআইটিএ-র সাধারণ সচিব অনিল ধুপার ট্যুইট করেন, 'রোহন বোপন্না ও সানিয়া মির্জার মন্তব্য অনুপযুক্ত ও বিভ্রান্তিমূলক। কোনও কিছু না জেনেই তাঁরা এই মন্তব্য করেছেন। তাঁদের আইটিএফ-এর যোগ্যতা অর্জনের ব্যাপারে সমস্ত নিয়মকানুন নিয়ে পড়াশোনা করে এসে এসব বলা উচিত ছিল।'
সানিয়া ও বোপন্নার কড়া সমালোচনা করে বিবৃতি দিয়েছে সর্বভারতীয় টেনিস সংস্থাও। অলিম্পিক্স শুরু হওয়ার আগে বেনজির বিতর্কে তোলপাড় ভারতীয় টেনিস।