নয়াদিল্লি: ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক্স। পিভি সিন্ধু, এম সি মেরি কম, মীরাবাই চানু, নীরজ চোপড়ার মতো ক্রীড়াবিদরা বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। তাঁরা পদকের আশায়। 


গত কয়েকটি অলিম্পিক্সে পদক জয়ের জন্য মূলত শ্যুটিং ও কুস্তির দিকে তাকিয়েছিল ভারতীয় ক্রীড়ামহল। হতাশ করেননি কুস্তিগীর ও শ্যুটাররা। সাইনা নেহওয়াল, পিভি সিন্ধুরাও ব্যাডমিন্টনে পদক এনেছেন। মেরি কমও মহিলাদের বক্সিংয়ে পদক পেয়েছেন। এবার সাইনা না থাকলেও, সিন্ধু আছেন। পদক জয়ের জন্য তাঁর দিকে তাকিয়ে দেশ। 


শ্যুটিংয়ে এবার ভারতের প্রতিনিধিত্ব করছেন ১৫ জন। তাঁদের মধ্যে আছেন মনু ভাকের, দিব্যাংশ সিংহ পানোয়ার, এলাভেনিল বালারিভান। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দেখা যাবে দিব্যাংশকে। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে থাকছেন অঞ্জুম মুদগিল। একই ইভেন্টে যোগ দেবেন অপূর্বী চান্দেলা। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে লড়াই করবেন দীপক কুমার। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে যোগ দেবেন তেজস্বিনী সাবন্ত। পুরুষদের এই ইভেন্টে যোগ দেবেন সঞ্জীব রাজপুত, ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে যোগ দেবেন মনু ভাকের, যশস্বিনী সিংহ দেশোয়াল। পুরুষদের এই ইভেন্টে যোগ দেবেন সৌরভ চৌধুরী, অভিষেক ভার্মা। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে যোগ দেবেন রাহি স্বর্ণবত, এলাভেনিল বালারিভান। পুরুষদের স্কিট ইভেন্টে যোগ দেবেন অঙ্গদ বীর সিংহ বাজওয়া ও মইরাজ আহমেদ খান।


ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে এবার একমাত্র ভারতীয় সিন্ধু। পুরুষদের সিঙ্গলসে লড়াই করবেন বি সাই প্রণীত। পুরুষদের ডাবলসে লড়াই করবেন সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেট্টি। 


এবার ভারত থেকে ৯ জন বক্সার অলিম্পিক্সে যাচ্ছেন। তাঁদের মধ্যে আছেন মেরি কম, অমিত পাঙ্গহল।


ভারত্তোলনে টোকিওতে ভারতের একমাত্র প্রতিনিধি বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা মীরাবাই চানু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে পদক জয়ের আশায় চানু।


কুস্তিতে এবার ভারতের সাতজন অলিম্পিক্সে যাচ্ছেন। তাঁদের মধ্যে আছেন ভিনেশ ফোগত, বজরঙ্গ পুনিয়া, দীপক পুনিয়া। এছাড়া সীমা বিসলা, অংশু মালিক, সোনম মালিক ও রবি কুমার দাহিয়া অলিম্পিক্সে যোগ দিচ্ছেন। 


তীরন্দাজিতে ভারতীয় শিবিরের অন্যতম ভরসা বাংলার অতনু দাস। এছাড়া টোকিওতে যাচ্ছেন দীপিকা কুমারী, তরুণদীপ রাই ও প্রবীণ যাদব।


অ্যাথলেটিক্সে পদক জয়ের জন্য ভারতের অন্যতম ভরসা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। গলফে থাকছেন বাংলার অনির্বাণ লাহিড়ী। এছাড়া আছেন উদয়ন মানে ও অদিতি অশোক। জিমন্যাস্টিক্সে এবার দীপা কর্মকার না থাকলেও, অপর এক বাঙালি প্রণতি নায়েক আছেন। ১৯৯২ সালের পর এবারই প্রথম কোনও ভারতীয় পুরুষ টেনিস খেলোয়াড় অলিম্পিক্সে নেই। একমাত্র প্রতিনিধি সানিয়া মির্জা।