মুম্বই: টোকিও অলিম্পিক্সে খেলতে যাওয়ার আগে ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় পুরুষ ও মহিলা দলের ক্রিকেটাররা ভারতের হয়ে যারা অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করবেন, তাঁদেরকে শুভেচ্ছা জানালেন।


ভারতীয় ক্রিকেট বোর্ডের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি, মিতালি রাজ শুভেচ্ছা জানাচ্ছেন টোকিও অলিম্পিক্সে অংশ নিতে চলা ভারতীয় ক্রীড়াবিদদের।


 






প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সামিল হয়েছে বিসিসিআই। ২৭ জুন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু একটি ক্যাম্পেন শুরু করেছিলেন, যার নাম 'চিয়ার ফর ইন্ডিয়া'। এই ক্যাম্পেনেই এবার সামিল হয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ট্যুইটারে ভিডিও পোস্ট করা হয়েছে বিরাট ও মিতালির বার্তার। ভিডিওতে দেখা গিয়েছে রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, জেমিমা রডরিগেজ, হরমনপ্রীত কৌরকেও। ভিডিওতে বিসিসিআইয়ের তরফে লেখা হয়েছে,  ‘টোকিও অলিম্পিক্সে অংশ নিতে চলা ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানাতে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে আমরাও এগিয়ে এসেছি। প্রত্যেকে ভীষণ পরিশ্রম করেছে আমাদের ক্রীড়াবিদরা। সবাই মিলে ওদের জন্য চিয়ার করি আমরা। চিয়ার ফর ইন্ডিয়া।’ 


বিসিসিআইয়ের তরফে যেই ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা। এছাড়াও বিভিন্ন সময়ে অলিম্পিক্সের মঞ্চে তাঁদের সেরা মুহূর্তের ক্লিপিংসগুলোও তুলে ধরা হয়েছে ভিডিওতে। এবার ভারতের হয়ে যারা অলিম্পিক্সে খেলতে যাচ্ছেন, তাঁদের মধ্যে পদক জয়ের অন্যতম দাবিদার হলেন পিভি সিন্ধু, মণিকা, অমিত পাঙ্ঘালের মত ক্রীড়াবিদরা। বিসিসিআইয়ের পোস্টকে অনেকেই রিট্যুইট করেছেন। কেউ কেউ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'আমাদের অলিম্পিক্স খেলতে যাওয়া দলকে অসংখ্য শুভেচ্ছা। '