প্যারিস: গ্রুপ পর্বের দুই ম্য়াচ বাকি থাকতেই অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছিল ভারতীয় হকি দল (Indian Hockey Team)। তবে চতুর্থ ম্যাচে বর্তমান অলিম্পিক্স চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতীয় দলকে। তাই আত্মবিশ্বাস ফিরে পেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েই শেষ আটে যেতে মুখিয়ে ছিলেন হরমনপ্রীতরা। সেই লক্ষ্যে সফল হল ভারতীয় হকি দল।
অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়ে নিজেদের লক্ষ্যপূরণে সফল হল ভারত। দলের হয়ে জোড়া গোল করে ফের নজর কাড়লেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ (Harmanpreet Singh)। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের মতোই তাঁর একটি গোল আসে পেনাল্টি কর্নার থেকে, আরেকটি পেনাল্টি স্ট্রোক থেকে। ভারতের হয়ে অপর গোলটি করেন অভিষেক। ম্যাচের প্রথম কোয়ার্টারেই হরমনপ্রীত ও অভিষেক ২-০ ভারতীয় দলকে এগিয়ে দেন। প্রথম কোয়ার্টারে তেমন প্রভাবিত না করলেও, দ্বিতীয় কোয়ার্টার অস্ট্রেলিয়া আক্রমণ শানাতে থাকে। নিজের শেষ টুর্নামেন্ট খেলা ভারতীয় গোলরক্ষক পিআর শ্রীজেশ একাধিক ভাল সেভ করেন। তবে পেনাল্টি কর্নার থেকে গোল করে প্রথমার্ধ শেষের আগে ব্যবধান অর্ধেক করে ফেলে অস্ট্রেলিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই শ্রীজেশ দারুণ এক সেভ করে ভারতের লিড অব্যাহত রাখেন। তার কিছুক্ষণ পরেই পেনাল্টি স্ট্রোক থেকে চলতি অলিম্পিক্সে নিজের ষষ্ঠ গোল করে ভারতকে ৩-১ এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। তৃতীয় কোয়ার্টারে দুই দলই আক্রমণ শানালেও, আর গোল আসেনি। শেষ কোয়ার্টার পেনাল্টি কর্নার থেকে গোল করার সুযোগ পান হরমনপ্রীত। তবে এক্ষেত্রে তাঁর শট রুখে দেওয়া হয়। অমিত রুহিদাস অজ়িদের জালে বল জড়িয়ে দিলেও ভারতীয় খেলোয়াড় অস্ট্রেলিয়ান ডিফেন্ডারদের দৃষ্টি ব্লক করায় সেই গোল বাতিল হয়।
ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে ভারতীয়দের রক্তচাপ বাড়িয়ে ব্লেক গোভার্স অস্ট্রেলিয়ার হয়ে স্কোর ৩-২ করেন। তবে শেষমেশ দাঁতে দাঁত চেপে লড়াই করে ম্যাচ জিতে নেয় ভারত। ১৯৭২ সালের পর, অর্থাৎ ৫২ বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অলিম্পিক্সের মঞ্চে জয় পেল ভারতীয় হকি দল। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচে তিন জয় ও একটি ড্রয়ের সুবাদে ১০ পয়েন্টে শেষ করল ভারতীয় হকি দল। বর্তমানে পুল 'বি'-তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় দল।
পরিস্থিতির বদল না ঘটলে, পুল 'এ'-তে তৃতীয় স্থানে শেষ করা দলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ভারতীয় দল। আপাতত পুল 'এ'-তে জার্মানি ও গ্রেট ব্রিটেন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। এই দুইয়েরই একজনের বিরুদ্ধে অলিম্পিক্সের শেষ আটে নামবেন হরমনপ্রীতরা। জার্মানি ও গ্রেট ব্রিটেন নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে। সেই ম্যাচের পরেই নির্ধারিত হবে কোন দল কোন স্থানে শেষ করবে।
অবশ্য ভারতীয় দলের জন্যও কিন্তু এখনও দ্বিতীয় স্থান পাকা নয়। আর্জেন্তিনা যদি বেলজিয়ামের বিরুদ্ধে দুই বা ততোধিক ব্যবধানে নিজেদের ম্যাচ জেতে, সেক্ষেত্রে ভারতীয় দল তিনে শেষ করবে। তখন পুল 'এ'-তে দ্বিতীয় স্থানে শেষ করা দলের মুখোমুখি হতে হবে ভারতীয় দলকে। সেক্ষেত্রে জার্মানি বা নেদারল্যান্ডসের মুখোমুখি হতে হবে গত বারের অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ীদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার জুটিকে হারিয়ে তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে অঙ্কিতা-ধীরাজ