প্যারিস: প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে এক অলিম্পিক্সে (Olympics 2024) জোড়া পদক জিতে আগেই নজির গড়েছেন মনু ভাকের (Manu Bhaker)। এবার ইতিহাস তৈরির হাতছানি তাঁর সামনে।
মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় শ্যুটার। অর্থাৎ, ফের এক পদকের হাতছানি। জিতলে ইতিহাস তৈরি করবেন। পদক জিতলে এমন এক মাইলফলক তৈরি করবেন মনু, যা ভাঙা হয়তো অনেকের কাছেই স্বপ্নের মতো হয়ে থেকে যাবে।
শনিবার দুপুর ১টায় রয়েছে মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনাল। গোটা দেশ এখন থেকেই সেই ইভেন্ট নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে।
২৫ মিটার পিস্তল দুটি ভাগে বিভক্ত। প্রথমে প্রিসিশন রাউন্ড। তারপর ব়্যাপিড রাউন্ড। ভারতের প্রতিনিধিত্ব করছিলেন দুই শ্যুটার। ইতিমধ্যেই প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতে ফেলা মনু ভাকেরের সঙ্গে ছিলেন এশা সিংহ। প্রিসিশন রাউন্ডে ২৯৪ স্কোর করেন মনু। ব়্যাপিড রাউন্ডে সেই পারফরম্যান্সকেও ছাপিয়ে যান। ২৯৬ পয়েন্ট স্কোর করেন। সব মিলিয়ে মনুর স্কোর দাঁড়ায় ৫৯০। যোগ্যতা অর্জনকারী পর্বে দ্বিতীয় স্থানে শেষ করেন মনু। ৫৮১ পয়েন্ট পেয়ে এশা যোগ্যতা অর্জনকারী পর্বে ১৮ নম্বরে শেষ করেন। তিনি ফাইনালে উঠতে ব্যর্থ হন। কারণ, নিয়ম হচ্ছে যোগ্যতা অর্জনকারী পর্বের সেরা ৮ জন শ্যুটার ফাইনালে খেলবেন।
প্রিসিশন ও ব়্যাপিড - দুই রাউন্ডেই শুরু থেকে প্রথম তিনের মধ্যে ছিলেন মনু। শেষ পর্যন্ত দুইয়ে ছিলেন মনু। কেমন ছিল তাঁর দাপট? একটি পরিসংখ্যানই যথেষ্ট। যিনি প্রথম স্থান পেয়েছেন, সেই ভেরোনিকা মেজর ৫৯২ পয়েন্ট পেয়েছেন। যা অলিম্পিক্স রেকর্ড।
চলতি অলিম্পিক্সে এটা মনুর তৃতীয় ফাইনাল। ইতিমধ্যেই দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। দুটিই ১০ মিটার বিভাগে। প্রথমে মহিলাদের ব্যক্তিগত ১০ মিটার পিস্তলে। তারপর ১০ মিটার পিস্তলের মিক্সড ইভেন্টে। সেখানে তাঁর সঙ্গী ছিলেন সর্বজ্যোৎ সিংহ। শনিবার একই অলিম্পিক্সে পদক জয়ের হ্যাটট্রিক গড়ার সুযোগ মনু ভাকেরের সামনে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।