প্যারিস: তিরন্দাজিতে পদক সম্ভাবনা উজ্জ্বল করে তুললেন ভারতের অঙ্কিতা ভকত (Ankita Bhakat) ও ধীরাজ বোম্মাদেভারা (Dhiraj Bommadevara)। প্যারিস অলিম্পিক্সে মিক্সড টিম ইভেন্টে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের দুই তিরন্দাজ।
তিরন্দাজিতে এখনও পর্যন্ত হতাশাই সঙ্গী ভারতের। মহিলাদের দলগত বিভাগে, পুরুষদের দলগত বিভাগে হেরে ছিটকে গিয়েছে ভারত। তবে মিক্সড টিম ইভেন্টে অঙ্কিতা ও ধীরাজের জুটি ইন্দোনেশিয়াকে হারিয়ে পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে।
প্রি কোয়ার্টার ফাইনালে ধীরাজ ও অঙ্কিতার সামনে ছিলেন ইন্দোনেশিয়ার দিয়ানান্দা চোইরুনসিয়া (Diananda Choirunisa) ও আরিফ পাংগেস্তু (Arif Pangestu)। রিকার্ভ মিক্সড টিম ১/৮ এলিমিনেশন রাউন্ডে জিতলেন ধীরাজ ও অঙ্কিতা। শুক্রবারই কোয়ার্টার ফাইনালে নামবেন তাঁরা।
রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে তিরন্দাজরা ৭০ মিটার দূর থেকে তির নিক্ষেপ করেন। নক আউট পর্বের ম্যাচগুলি সেট হিসাবে হয়। তিরন্দাজরা এক সেট করে তির নিক্ষেপ করেন। যাঁরা সেটে সর্বোচ্চ পয়েন্ট পান, তাঁদের ২ পয়েন্ট পুরস্কার দেওয়া হয়। পয়েন্ট সমান হলে একটি করে সেট পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। মিক্সড টিম ইভেন্টের ক্ষেত্রে প্রত্যেক সেটে থাকে ৪টি করে তির। এক দেশের দুই তিরন্দাজ দুটি করে তির নিশানায় নিক্ষেপ করতে পারেন।
প্রথম সেটে ভারতের অঙ্কিতা দুটি শটে ৯ ও ৯ স্কোর করেন। ধীরাজ মারেন ১০ ও ৯ পয়েন্ট। ২ পয়েন্টের ব্যবধানে প্রথম সেট ছিনিয়ে নেন ভারতীয় তিরন্দাজেরা। ইন্দোনেশিয়ার দিয়ানান্দা একটি ৮ স্কোর করায় পিছিয়ে পড়েন তাঁরা। ৩৭-৩৬ পয়েন্টে শেষ হয় প্রথম সেট।
দ্বিতীয় সেট টাই হয়। অঙ্কিতা ৯ ও ১০ পয়েন্ট স্কোর করেন। ধীরাজ স্কোর করেন ১০ ও ৯। মহিলাদের ইভেন্টে ভাল ফল করতে না পারলেও রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে ছন্দে ছিলেন অঙ্কিতা। তৃতীয় সেটের শুরুতে পারফেক্ট ১০ মেরে ভারতের হয়ে দুরন্ত শুরু করেন। শেষ পর্যন্ত ৫-১ সেটে ইন্দোনেশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছয় ভারত। সেখানে ভারতের সামনে স্পেন। যারা চতুর্থ বাছাই চীনকে ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। শুক্রবার ভারতীয় সময় বিকেল ৫.৪৫ মিনিটে রয়েছে ভারত বনাম স্পেন ম্যাচ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।