দুবাই: খাতায়-কলমে শক্তিশালী দল। কিন্তু আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনও জয় পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ২ ম্যাচেই হারতে হয়েছে। আজ মরুদেশের নিজেদের প্রথম জয়ের খোঁজে মুখোমুখি লড়াইয়ে নামছেন বিরাট-রোহিত ব্রিগেড।
নিজেদের প্রথম ২ ম্যাচে বিরাটের আরসিবি হেরেছে কলকাতা ও চেন্নাইয়ের বিরুদ্ধে। এই মুহূর্তে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৩ নম্বরে রয়েছে আরসিবি। ৫টি ম্যাচে জয় পেয়েছে বিরাট বাহিনী। অন্যদিকে মুম্বই তাঁদের ৯ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জিতেছে ও ৫ ম্যাচে হেরেছে। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ছয় নম্বরে রয়েছে রোহিত বাহিনী।
প্লে অফের রাস্তা সহজ করতে এই ম্যাচ জিততেই হবে। নইলে ২ দলের পক্ষেই কঠিন হয়ে যাবে। ২ দলই কিছু বদল হয়ত এই ম্যাচে করতে পারে। মুম্বই ইন্ডিয়ান্স তাদের আগের ২ ম্যাচে খেলায়নি হার্দিক পাণ্ড্যকে। এই ম্যাচে একাদশে ফিরতে পারেন দলের তারকা অলরাউন্ডার। কিছুদিন আগেই বোলিং কোচ শেন বন্ড ও টিম ডিরেক্টর জাহির খান এই বিষয় ইতিবাচক আভাস দিয়েছিলেন। সেক্ষেত্রে প্রথম একাদশে সৌরভ তিওয়ারির পরিবর্তে হয়ত ঢুকে পড়বেন হার্দিক। উল্টোদিকে আরসিবি শিবিরে একটা বদল আসতে পারে। সেক্ষেত্রে নভদীপ সাইনিকে প্রথম একাদশের বাইরে রাখা হতে পারে।
করোনার ধাক্কায় আইপিএল বন্ধ হওয়ার আগে পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) পারফরম্যান্স দেখে মনে হচ্ছিল, এবার হলেও হতে পারে। ব্যাট হাতে ভরসা দিচ্ছিলেন বিরাট কোহলি, এ বি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েলরা। বল হাতে চলছিল মহম্মদ সিরাজ, হর্ষল পটেল, যুজবেন্দ্র চাহালদের দাপট।
মরুদেশে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বে অবশ্য ফের ফিকে দেখাতে শুরু করেছে আরসিবিকে। গত শুক্রবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে কার্যত একপেশেভাবে হারিয়ে দেয় সিএসকে।