নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্স চলাকালীনই তাঁদের মতানৈক্যের খবর জানাজানি হয়েছিল। অভিযোগ উঠেছিল, নিজের ম্যাচের সময় জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের উপস্থিতি চাননি মণিকা বাত্রা। টোকিও থেকে ফেরার পরই যা নিয়ে মণিকার কাছে জবাবদিহি চেয়েছিল জাতীয় টেবিল টেনিস সংস্থা।


মণিকা সেই শো কজের জবাব দিয়েছেন। এবং তাঁর উত্তর ভারতীয় খেলাধুলোর জগতে হইচই ফেলে দিয়েছে। কারণ, মণিকা অভিযোগ করেছেন, অলিম্পিক্সের যোগ্যতা অর্জনকারী পর্বে তাঁকে ম্যাচ ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন সৌম্যদীপ!


বাংলার প্রাক্তন টেবিল টেনিস তারকা তথা কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মণিকা বাত্রা৷ বললেন, অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে কোচ সৌম্যদীপ রায় তাঁকে ম্যাচ ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন! সেই জন্যই টোকিও অলিম্পিক্সে সৌম্যদীপকে কোচ হিসেবে মানতে পারেননি তিনি।


অলিম্পিক্সে সৌম্যদীপের সাহায্য নিতে অস্বীকার করেছিলেন মণিকা। তারপরেই মণিকা বাত্রা ও দলের কোচ সৌম্যদীপ রায়ের সম্পর্কের তিক্ততার কথা জানাজানি হয়। অলিম্পিক্সে ব্যর্থতার পর মণিকাকে শোকজ করে ভারতের টেবিল টেনিস ফেডারেশন। সেই শোকজের জবাবেই এদিন বিস্ফোরক অভিযোগ করেছেন মণিকা। তিনি নিজের বক্তব্যে অনড় এবং প্রমাণ দিতেই রাজি বলে জানিয়েছেন।


সর্বভারতীয় টেবিল টেনিস সংস্থার শোকজের জবাবে মনিকা বলেছেন, মার্চে টোকিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ছেড়ে দেওয়ার প্রস্তাব নিয়ে তাঁর ঘরে এসেছিলেন সৌম্যদীপ রায়। কিন্তু তিনি সেই প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছিলেন। টিটিএফআই সূত্রে খবর, অলিম্পিক্সে সেই সৌম্যদীপের কাছেই পরামর্শ নিতে গেলে ওই ঘটনার প্রভাব পড়তে পারত খেলায়। সেই কারণেই সৌম্যদীপকে কোচ হিসেবে টিটি বোর্ডের পাশে দেখতে চাননি বিশ্বের ৫৬ নম্বর তারকা মণিকা।


ভারতীয় টেবিল টেনিস ফেডারেশনের সচিব অরুণ বন্দ্যোপাধ্যায়কে দেওয়া শোকজের উত্তরে মনিকা বলেছেন, "চলতি বছরের মার্চ মাসে দোহাতে টোকিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সৌম্যদীপ রায় তাঁর ছাত্রী সুতীর্থা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আমাকে ম্যাচ ছাড়তে বলেছিলেন। হোটেলের ঘরে এসে প্রায় কুড়ি মিনিট কথা বলেছিলেন। তার প্রমাণও রয়েছে। যা কর্তৃপক্ষের সামনে পেশ করব। এই ঘটনা আদতে গড়াপেটার নামান্তর।"


সৌম্যদীপের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।