টোকিও: অলিম্পিক্সে মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের কমলপ্রীত কউর। গ্রু বি থেকে তিনি ফাইনালের যোগ্যতা অর্জন করলেন। ৬৪ মিটার দূরে ডিসকাস থ্রো করে তিনি ফাইনালে পৌঁছে গিয়েছেন। তবে গ্রুপ এ থেকে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন ভারতের অপর এক অ্যাথলিট সীমা পুনিয়া। ফাইনাল সোমবার, ২ অগাস্ট। কমলপ্রীতের হাত ধরে আরও একটি পদকের আশায় ভারত।
India Enters Finals: মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে কমলপ্রীত কউর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jul 2021 08:56 AM (IST)
Tokyo Olympics 2020: প্রথমবার অলিম্পিক্সে যোগ দিয়েই দুর্দান্ত পারফরম্যান্স কমলপ্রীতের।
প্রথমবার অলিম্পিক্সে যোগ দিয়েই ইতিহাস কমলপ্রীতের