প্যারিস: ফ্রান্সের প্যাডলারের বিরুদ্ধে দাপুটে জয়। আর তাতেই ইতিহাস গড়ে ফেললেন ভারতের তারকা প্যাডলার মণিকা বাত্রা (Manika Batra)। প্যারিস অলিম্পিক্সের তৃতীয় দিনের শেষ লগ্নে প্রীতিকা পাভাদের বিরুদ্ধে একপেশে ম্যাচে নাগাড়ে চার গেম জিতে পৌঁছে গেলেন অলিম্পিক্সের (Paris Olympics 2024) রাউন্ড অফ ১৬-এ।
যেখানে শরথ, হরমীত দেশাইরা চূড়ান্ত হতাশ করেছেন, সেখানে মণিকাই প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় (পুরুষ ও মহিলা মিলিয়ে) হিসাবে অলিম্পিক্সের শেষ ১৬-তে নিজের জায়গা পাকা করলেন। ম্যাচের স্কোরলাইন তাঁর পক্ষে ১১-৯, ১১-৬, ১১-৯, ১১-৭। বিশ্বের ১৮ নম্বর প্য়াডলার, ফ্রান্সের প্রীতিকা পাভাদেকে হারালেন ভারতের তারকা প্যাডলার।
মণিকা প্রথম গেমে দুই পয়েন্টে একসময় পিছিয়েই ছিলেন। স্কোরলাইন একসময় ৮-৮ ছিল। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতে নেন সেই গেম। দ্বিতীয় গেম তুলনামূলক সহজেই তাঁর ঝুলিতে আসে। তবে তৃতীয় গেমে শুরুতে মণিকা অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। কিন্তু প্রীতিকাও হাল ছেড়ে দেওয়ার পাত্রী নন। ১০-৪ স্কোরলাইন থেকে নাগাড়ে পাঁচ গেম পয়েন্ট বাঁচান তিনি। ফের হাড্ডাহাড্ডি লড়াই চলে। তবে শেষ হাসিটা ভারতীয় প্যাডলারই হাসেন। চতুর্থ গেম জিততে তাঁর অবশ্য খুব একটা কসরত করতে হয়নি। একের পর এক দৃষ্টিনন্দন ব্যাকহ্যান্ডে গেম ও ম্যাচ জিতে নেন বিশ্বের ২৮ নম্বর প্য়াডলার। এই দুরন্ত জয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এটাকেই সেরা নিজের ম্য়াচের তকমা দেন মণিকা।
'এটা সর্বসেরা ম্যাচ ছিল। ফ্রান্সের মাটিতে ফ্রান্সেরই প্য়াডলারের বিরুদ্ধে খেলা এবং জয় পাওয়ার অভিজ্ঞতাটা এক কথায় অসাধারণ। প্রীতিকা তো ব়্যাঙ্কিংয়ের দিক থেকে আমার থেকে এগিয়ে, তাই ওকে হারাতে পেরে আমি খুব খুশি। ওর বিরুদ্ধে খেলতে নামার আগে আমি কিন্তু জোর কসরত করেই নেমেছিলাম।' জানান মণিকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অল্পের জন্য ফাঁড়া কাটল! ২০ বছর পর অলিম্পিক্স হকিতে আর্জেন্তিনার বিরুদ্ধে ড্র ভারতের