প্যারিস: স্বাধীন ভারতের অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথম। প্যারিসে (Paris Olympics 2024) ইতিহাস গড়লেন মনু ভাকের (Manu Bhaker)। ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পদক আগেই জিতেছিলেন। এবার স্বাধীন দেশের প্রথম ভারতীয় হিসাবে এক অলিম্পিক্সে একাধিক পদক জয়ের কৃতিত্ব গড়লেন তিনি।


১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড দলের ইভেন্টে সরবজ্যোৎ সিংহের (Sarabjot Singh) সঙ্গে জুটি বেঁধে আরও এক ব্রোঞ্জ এল মনুর দখলে। তাঁর এই অনন্য কৃতিত্বে স্বাভাবিকভাবেই গর্বিত গোটা দেশ। শুভেচ্ছাবার্তা এল প্রধানমন্ত্রীর তরফেও। নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, 'আমাদের শ্যুটাররা আমাদের গর্বিত করেই চলেছেন। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড দলের ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য মনু ভাকের এবং সবরজ্যোৎ সিংহকে অনেক অনেক শুভেচ্ছা। দুইজনেই দুরন্ত দক্ষ ও টিমওয়ার্কের নিদর্শন দিয়েছেন। ভারতবর্ষ তাঁদের এই কৃতিত্বে উচ্ছ্বসিত। এটা মনুর দ্বিতীয় পদক, যা ওর ধারাবাহিকতা এবং নিজের খেলার প্রতি দায়বদ্ধতার পরিচয়বাহক।'


 






 


মনু ভাকের এবং সরবজ্যোৎ মিক্সড দলের ইভেন্টে ব্রোঞ্জ পদকের ম্যাচে কোরিয়ান জুটিকে সহজেই পরাজিত করেন। ভারতীয়দের পক্ষে ম্যাচের স্কোর ১৬-১০। আপাতত দুই ইভেন্টে অংশগ্রহণ করে দুইটিতেই পদক জিতেছেন ২২ বছর বয়সি ভারতীয় শ্যুটার। তবে তাঁর প্যারিস অলিম্পিক্সের সফর কিন্তু এখানেই শেষ হচ্ছে না। তাঁর সামনে আরও এক পদক জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে। ২৫ মিটার এয়ার পিস্তলের ইভেন্টেও দেশের প্রতিনিধিত্ব করতে নামবেন মনু। এত পর্যন্ত তাঁর যা পারফরম্যান্সে, তাতে সেই ইভেন্টে হরিয়ানার অলিম্পিয়ানের থেকে পদকের প্রত্যাশায় থাকবে গোটা দেশ। মনু সেই ইভেন্টেও পদক জিতে ইতিহাস রচনা করতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্স, অলিম্পিক্স থেকে ছিটকে গিয়ে আন্তর্জাতিক টেনিসকে বিদায় বোপান্নার