প্যারিস: এবারের অলিম্পিক্সে (Paris Olympics 2024) ভারতীয় হয়ে প্রতিনিধিত্ব করা প্রবীণতম অলিম্পিয়ান তিনি। গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন, বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা। তাঁর থেকে প্রচুর প্রত্যাশা ছিল প্যারিসে। কিন্তু সেই প্রত্যাশাপূরণে সম্পূর্ণ ব্যর্থ রোহন বোপান্না (Rohan Bopanna)। ডাবলসে রজার ভাসলিন ও গেল মঁফিস জুটির কাছে হেরে বোপান্নার অলিম্পিক্স অভিযান শেষ হয়। এরপরেই কেরিয়ারের এক বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেললেন তারকা টেনিস খেলোয়াড়। ভারতের হয়ে তাঁকে আর প্রতিনিধিত্ব করতে দেখা যাবে না।


রোহন বোপান্না জানিয়ে দিলেন প্যারিস অলিম্পিক্সই ছিল তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। ভারতীয় হয়ে আর প্রতিনিধিত্ব করবেন না তিনি। অর্থাৎ ২০২৬ সালের এশিয়ান গেমসে তাঁকে আর খেলতে দেখা যাবে না। অবশ্য পেশাদার সার্কিটে নিজের খেলা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন ৪৪ বছর বয়সি বোপান্না।


ভাসলিন-মঁফিস জুটির বিরুদ্ধে ডাবলসের প্রথম রাউন্ডে পরাজয়ের কিছু সময় পরেই নিজের সিদ্ধান্ত জানান বোপান্না। তিনি বলেন, 'এটা দেশের হয়ে আমার শেষ টুর্নামেন্ট ছিল। আমি বর্তমানে নিজের কেরিয়ারে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি, সেই বিষয়ে আমি অবগত এবং আগামীদিনে যতটা সম্ভব টেনিস সার্কিটে নিজের খেলাটাকে উপভোগ করব। বর্তমানে আমি যেখানে রয়েছি, সেটাই আমার জন্য বাড়তি। কোনওদিন ভাবিনি যে ভারতের হয়ে দুই দশক প্রতিনিধিত্ব করতে পারব। ২০০২ সালে আমার অভিষেক ঘটানোর ২২ বছর পরেও দেশের হয়ে খেলতে নামব। এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়।'


বোপান্না আন্তর্জাতিক আঙিনা থেকে সরে দাঁড়ালেও দেশের পরবর্তী প্রজন্মের টেনিস তারকাদের পাশে দাঁড়াতে, তাঁদের সাহায্য করতে তৎপর। অবশ্য বর্তমানে পেশাদার সার্কিটে খেলা চালিয়ে যাওয়ায় সেটা সম্ভব নয় বলে জানালেও, ভবিষ্যতে তিনি এমনটাই করতে আগ্রহী। বোপান্নার পরাজয়ের সঙ্গে সঙ্গেই প্যারিসে ভারতের টেনিসের প্রতিনিধিত্বও শেষ হয়ে গেল। প্রথম দিনেই সিঙ্গলসে সুমিত নাগাল ও ডাবলসে বোপান্না, এন শ্রীরাম বালাজি জুটি পরাস্ত হল। ৫-৭, ২-৬ ব্যবধানে হারলেন বোপন্নারা। সুমিত কোরেন্তিন মাউতেতের বিরুদ্ধে ২-৬, ৬-৪ ও ৫-৭ সেটে হারেন।


আটালান্টায় ১৯৯৬ সালে লিয়েন্ডার পেজ়ের ঐতিহাসিক ব্রোঞ্জ জয়ের পর থেকে ভারত টেনিস আর কোনও অলিম্পিক্স পদক জেতেনি। সেই খরা অব্যাহত রইল প্যারিসেও।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্যারিসে মণিকা বাত্রার ইতিহা, রাউন্ড অফ ১৬-এ পৌঁছে গেলেন তারকা প্যাডলার