নয়াদিল্লি: ৩০ জুলাই দিনটা ভারতীয় ক্রীড়াজগতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজই প্যারিসে ইতিহাস রচনা করলেন মনু ভাকের। স্বাধীন ভারতের প্রথম অলিম্পিয়ান হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতে নিলেন তরুণ শ্য়ুটার। প্য়ারিসে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে আগেই ব্রোঞ্জ জিতেছিলেন। এবার সরবজ্যোৎ-র সঙ্গে জুটি বেঁধে মিক্সড টিম ইভেন্টেও ব্রোঞ্জ আসল মনু ভাকেরের ঝুলিতে।


মেয়ের সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মা সুমেধা ভাকের। মনুর এই সাফল্যের গোটা কৃতিত্বটাই কিন্তু তাঁর কোচ যশপান রানাকে দিচ্ছেন সুমেধা। মনুর মার মেয়ের ঐতিহাসিক সাফল্যের পর বলেন, 'এই সাফল্যের গোটা কৃতিত্বটা যশপাল স্যরের। ওঁ ছাড়া মনুর উন্নতি আটকে ছিল। যশপাল স্য়র ওকে গাইড করেছে, ওর পাশে থেকেছে, তার ফল হাতেনাতে পাওয়া গেছে। সবাই দেখছে।'


এই কোচের সঙ্গে সবসময় মনুর সম্পর্ক যে খুব মিষ্টিমধুর ছিল, তেমনটা কিন্তু নয়। বরং একেবারে উল্টোটাই। টোকিও অলিম্পিক্সের আগে যশপাল ও মনুর ঝামেলা প্রকাশ্যে চলে আসে। ছিন্ন হয় সম্পর্ক। টোকিওতে মুখ থুবড়ে পড়তে হয় মনুকে। পিস্তলের গোলযোগের কারণে টোকিওতে স্বপ্নভঙ্গ হয় তাঁর। তবে প্যারিস অলিম্পিক্সের আগে সেই যশপালের সঙ্গে মিলেই ফের একবার জয়ের আশা বুনতে শুরু করেন ২২ বছর বয়সি শ্যুটার। সাফল্যও মেলে হাতেনাতে। আসে জোড়া পদক।


মনুর প্যারিস সফর এখনও শেষ হয়নি। তিনি ২৫ মিটার এয়ার পিস্তল বিভাগেও অংশগ্রহণ করবেন। দেশে ফিরতে এখনও খানিকটা সময় রয়েছে। তবে মেয়ে দেশে ফিরলে কী করবেন, তা আগেভাগেই ঠিক করে ফেলেছেন মা সুমেধা। 'ও যখন দেশে ফিরবে আমি ওর পছন্দের খাবার বানিয়ে নিয়ে যাব বিমানবন্দরে। আমার বানানো সবকিছুই পছন্দ করে ও। আমি ওকে হাতে করে গরম গরম পরোটা খাওয়াব। বেশি তো খায় না ও। একটাই পরোটা খায়। ও আসলে ওর জন্য বানিয়ে নিয়ে যাব আর নিজের হাতে করে খাওয়াব ওকে।' জানান তিনি।


মেয়ের এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত বাবা রামকিষাণ (Ramkishan Bhaker)। তিনি বলেন, 'আমি ভীষণ খুশি। এটা গোটা দেশের জন্য বড় খবর। মনুর জন্য যে পরিমাণ ভালবাসা ও আর্শীবাদ দিয়েছে, কঠিন সময়ে যেমনভাবে পাশে দাঁড়িয়েছে, তার আমি গোটা দেশবাসীকে শুভেচ্ছা জানাতে চাই।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভীষণ চাপে ছিলাম, ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতে স্বীকারোক্তি সরবজ্যোৎ-র