প্যারিস: ভাগ্য বদলে সময় লাগল মাত্র তিনদিন। শনিবারই পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিলেন সরবজ্যোৎ সিংহ (Sarabjot Singh)। তবে তিনি ফাইনালে পৌঁছতে পারেননি। ৫৭৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে শেষ করেন তরুণ শ্যুটার। তবে হতাশার গ্লানি থেকে পদক জয়ের উচ্ছ্বাসে ভাসতে মাত্র তিনদিন সময় লাগল সরবজ্যোৎ-র। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে মনু ভাকেরের সঙ্গে জুটি বেঁধে ব্রোঞ্জ জিতলেন অম্বালার অলিম্পিয়ান।
তিনদিন আগেই হতাশাজনক পারফরম্যান্সের পর পদক জয়ের সুযোগ, ব্রোঞ্জ পদকের ম্যাচের আগে যে তিনি ভীষণ চাপে ছিলেন, সে কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন সরবজ্যোৎ। তিনি বলেন, 'আমার এখন বেশ ভাল লাগছে। ম্যাচটা ভীষণ কঠিন ছিল এবং সত্যি বলতে আমি প্রবল চাপের মধ্যে ছিলাম। তবে এখন খুব খুশি।'
মিক্সড দলের শ্যুটিংয়ে যে জুটি প্রথম ১৬ পয়েন্টে পৌঁছতে পারে, তাঁরাই ম্যাচের বিজয়ী হয়। ভারতীয় জুটি কোরিয়ানদের থেকে বেশ অনেকটা ব্যবধান রেখেই জয় সুনিশ্চিত করেন। ম্যাচের স্কোরলাইন ভারতের পক্ষে ১৬-১০। এদিনও সরবজ্য়োৎ শুরুটা অবশ্য একদমই ভাল করতে পারেননি। তবে রাউন্ড যত এগোয়, ততই ক্ষুরধার হয়ে উঠেন তিনি।
সরবজ্যোৎ নিজের প্রথম শটে মাত্র ৮.৬ মারেন, মনুর ১০.৬ স্কোর করেন। ভারতের ১৮.৮-র থেকে বেশ খানিকটা বেশি, ২০.৫ স্কোর করে ২-০ লিড নিয়ে নেয় কোরিয়ান জুটি। তবে এরপরই দুরন্ত প্রত্যাবর্তন ঘটান সরবজ্যোৎ ও মনু। দুইজনে মিলে পরবর্তী চার রাউন্ড জিতে ৮-২ এগিয়ে যান। মনু ভাকেরের ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। ১৩ রাউন্ডে মাত্র তিনটি শট ১০-র নীচে মারেন তিনি। কোরিয়ানদের ক্ষেত্রে ম্যাচে ফেরা এই স্থান থেকে প্রায় অসম্ভব হয়ে উঠে। শেষমেশ চাপের মুখে হার মানতে হয় তাঁদের। ব্রোঞ্জ জিতে দেশকে এবারের অলিম্পিক্সে দ্বিতীয় পদক এনে দেন সরবজ্যোৎ ও মনু।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।