ইম্ফল: টোকিও অলিম্পিক্সে ভারত্তোলনে রুপোজয়ী মীরাবাঈ চানুকে অতিরিক্ত পুলিশ হিসেবে নিয়োগ করল মণিপুর সরকার। 


মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ জানিয়েছেন, রাজ্য সরকার চানুকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রীড়া) পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া টোকিও অলিম্পিক্সে পদক জেতায় চানুকে এক কোটি টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। এবার চানুকে উচ্চ পদে নিয়োগ করার কথাও জানালেন তিনি। 


সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, চানুকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। সেই পুরস্কার তাঁকে আমরা দেব। এছাড়া তাঁকে পুলিশ বিভাগেও উচ্চ পদে নিয়োগ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এছাড়া অলিম্পিয়ান জুডোকা লিকমাম্বাম সুশীলা দেবীকে কনস্টেবল পদ থেকে উন্নীত করে সাব-ইন্সপেক্টর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মণিপুর থেকে যাঁরা অলিম্পিক্সে যোগ দিয়েছেন, তাঁদের প্রত্যেককে ২৫ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। রাজ্য সরকার শীঘ্রই একটি বিশ্বমানের ওয়েটলিফটিং অ্যাকাডেমি তৈরি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’


রবিবারই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চানুর সঙ্গে কথা বলেন মণিপুরের মুখ্যমন্ত্রী। তিনি চানুকে বলেন, ‘তোমাকে আর রেলস্টেশনে টিকিট পরীক্ষা করতে হবে না। তোমার জন্য এক কোটি টাকা রাখা আছে। ইম্ফলে পৌঁছলেই তুমি সেই টাকা পাবে। এছাড়া তোমাকে অফিসার হিসেবেও নিয়োগ করা হবে।’ 


এই ঘোষণার পরেই আজ চানুকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ করার কথা ঘোষণা করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন চানু।


রবিবারই মণিপুরের শিক্ষামন্ত্রী এস রাজেন ঘোষণা করেন, তাঁর দফতরের পক্ষ থেকে চানুকে তিন লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। 


চানুর জন্ম ইম্ফলের এক সাধারণ পরিবারে। সেখান থেকেই অসাধারণত্বে উত্তরণের যাত্রা শুরু তাঁর। তিনি টোকিওতে ইতিহাস গড়ার পর আবেগে ভাসছে ইম্ফলের ছোট্ট গ্রামটা। উচ্ছ্বসিত চানুর পরিবার।এবার চানু মণিপুরের পুলিশ বিভাগে উচ্চ পদে নিযুক্ত হওয়ার পর তাঁর পরিবারের লোকজনও খুব খুশি। সবাই রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন।