চণ্ডীগড় : বিশ্বমঞ্চে ভারতের জয়ধ্বজা উড়িয়েছে 'ঘরের ছেলে'। পানিপথের ছেলে নীরজ চোপড়ার কীর্তিতে গর্বিত গোটা দেশ। এর মাঝেই ঘরের ছেলের জগৎজোড়া নজিরকে স্মরণীয় করে রাখতে তাঁর জন্য ৬ কোটি টাকা পুরস্কার মূল্যের ঘোষণা করল হরিয়ানা সরকার। পাশাপাশি ভারতীয় সেনায় সুবেদার পদে কর্মরত নীরজের জন্য সরকারি চাকরির ঘোষণাও করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নীরজকে। যে তালিকায় রয়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহও।


২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে অভিনব বিন্দ্রার পর অলিম্পিক্সের মঞ্চ থেকে দেশকে সোনা এনে দিলেন কোনও ক্রীড়াবিদ। পাশাপাশি স্বাধীন ভারতের ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে এই প্রথম কোনও খেলোয়াড় দ্য গ্রেটেস্ট শো অন আর্থে হলেন বিশ্বসেরা। কেরিয়ারের প্রথম অলিম্পিক্সে নেমেই জ্যাভলিনের ফাইনালের মঞ্চে ৮৭.৫৮ মিটার ছুড়ে ভারতের জন্য ঐতিহাসিক সোনা জিতলেন নীরজ। যে কীর্তিতে উচ্ছ্বসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেছেন, 'দীর্ঘদিন ধরে গোটা দেশ এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। গোটা দেশ তোমাকে নিয়ে গর্বিত নীরজ। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।' পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ লিখেছেন, 'সোনা। নীরজ চোপড়া তুমি ইতিহাস তৈরি করে গোটা দেশকে গর্বিত করেছো। তোমার আজকের ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছোড়ার কীর্তিতে ভারতীয় ক্রীড়াক্ষেত্রের ইতিহাসের পাতায় চিরকালের জন্য স্থান করে নিল। ভারত তোমার জন্য গর্বিত ও তোমাকে ধন্যবাদ জানায়। জয় হিন্দ।'


নীরজের সুবাদে একমাত্র সোনা সহ এবারের টোকিও অলিম্পিক্সের মঞ্চে সপ্তম পদক এসেছে ভারতের ঝুলিতে।  ভারত্তোলনে মীরাবাই চানু, কুস্তিতে রবি দাহিয়ার রুপো জিতেছেন। পাশাপাশি ব্যডমিন্টনে পিভি সিন্ধু, বক্সিংয়ে লভলিনা বরহোহাঁই, পুরুষ হকি দল ও আজই কুস্তিতে বজরং পুনিয়া দেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন। অল্পের জন্য অদিকি অশোক, ভারতীয় মহিলা হকি দল, দীপক পুনিয়ারা পদক ফসকেছেন। তবে তাদের পারফরম্যান্সও- স্থান করে নিয়েছে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে।