সিডনি: বলা হয়, 'গ্রেটেস্ট শো অন আর্থ।' অলিম্পিক্সের বহর এমনই। গুরুত্ব এতটাই। পরতে পরতে জড়িয়ে দেশকে সম্মানিক করার হাতছানি। যে সুযোগ কাজে লাগানোর জন্য মুখিয়ে থাকেন গোটা বিশ্বের তাবড় অ্যাথলিটরা।


তাই বলে অস্ট্রেলিয়ার হকি খেলোয়াড় ম্যাট ডসন (Matt Dawson) যা করলেন, তাকে কীভাবে ব্যাখ্যা করা সম্ভব?


প্যারিস অলিম্পিক্সে নামার জন্য ম্যাট ডসন এতটাই উদগ্রীব হয়ে রয়েছেন যে, তার জন্য নিজের আঙুল কেটে বাদ দিয়ে দিতেও দুবার ভাবলেন না।


তিন বছর আগে টোকিও অলিম্পিক্সে হকিতে রুপো জিতেছিল অস্ট্রেলিয়া। ২০২০ সালের অলিম্পিক্স করোনার প্রাদুর্ভাবে এক বছর পিছিয়ে ২০২১ সালে হয়েছিল। সেবার অলিম্পিক্সে অস্ট্রেলিয়া দলে ছিলেন ম্যাট ডসন। এবারও দেশের হয়ে ফের অলিম্পিক্স পদক জিততে মরিয়া ডসন। আর তার জন্য নিজের আঙুল বিসর্জন দিতেও ভাবলেন না।


৩০ বছর বয়সী তারকা সম্প্রতি একটি চোট পেয়েছিলেন। তাঁর ডানহাতের অনামিকা ভেঙে গিয়েছিল। কেরিয়ারের তৃতীয় অলিম্পিক্সে তাঁর মাঠে নামা নিয়েই গুরুতর প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছিল। চিকিৎসকেরা তাঁকে পরামর্শ দেন, হয় অলিম্পিক্স খেলার স্বপ্ন ত্যাগ করতে হবে। সেরে ওঠার জন্য সময় দিতে হবে। অথবা আঙুলটিকে কেটে বাদ দিতে হবে। আঙুলের ওপরের অংশ।


দ্বিতীয় বিকল্পই বেছে নেন ডসন। তিনি অস্ত্রোপচার করিয়ে তাঁর ডান হাতের অনামিকা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়ার প্রথম সারির এক সংবাদ চ্যানেলে ডসন বলেছেন, 'আমি প্লাস্টিক সার্জনের সঙ্গে বিস্তারিত আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আর সেটা শুধু প্যারিস অলিম্পিক্সে নামার জন্য নয়। নিজের ভবিষ্যৎ জীবনের জন্যও। অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্তটা নেওয়া।'