নয়াদিল্লি: তাঁর কাছে উভয় সংকট। একদিকে অলিম্পিক্স পদক জেতার কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে মাত্র ১৯ মাস বয়সী কন্যাসন্তান বেদিকাকে বাড়িতে রেখে যাওয়ার উদ্বেগ। তবু নিশানায় অভ্রান্ত থাকছেন দীপিকা কুমারী (Deepika Kumari)। প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন। কেরিয়ারে চতুর্থ অলিম্পিক্সে নামবেন ভারতীয় তিরন্দাজ।
Paris Olympics 2024: ১৯ মাসের মেয়েকে রেখে যেতে হচ্ছে প্যারিসে, অলিম্পিক্সের আগে মন খারাপ দীপিকার
ABP Ananda
Updated at:
20 Jul 2024 11:37 PM (IST)
Edited By: Sandip Sarkar
Deepika Kumari: প্যারিসে রওনা হওয়ার আগে দীপিকা ও তাঁর তিরন্দাজ স্বামী অতনু দাস মেয়ে বেদিকাকে নিয়ে পুণের আর্মি স্পোর্টস ইনস্টিটিউটে রয়েছেন। সেখানেই চলছে দীপিকার শেষ মুহূর্তের প্রস্তুতি।
অলিম্পিক্সে ভারতের ভরসা তিরন্দাজ দীপিকা কুমারী। - পিটিআই
NEXT
PREV
olympics (olympics) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
20 Jul 2024 11:37 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -