প্যারিস: অলিম্পিক্সের (Paris Olympics) মঞ্চে এবার পদকজয়ীদের জন্য বিশেষ বক্স। হাতে হাতে মেডেল শুধু নয়। তুলে দেওয়া হচ্ছে এক উপহার বক্সও। কিন্তু কী থাকছে সেই উপহার বক্সে? ভারতের হয়ে শ্যুটিংয়ে ব্রোঞ্জজয়ী মনু ভাকেরকেও (Manu Bhaker) দেখা গিয়েছে যে পদক গলায় ঝুলিতে, তেমনই একটি বক্স হাতে নিয়ে ফটোসেশনে। অনেকটা আয়তকার দেখতে এই সোনালি রংয়ের বক্সটি কিন্তু সত্যিই নজর কেড়েছে। 


এবারের অলিম্পিক্সে (Paris Olympics 2024) পদকজয়ীদের অর্থাৎ যাঁরা পোডিয়াম ফিনিশ করতে পেরেছেন, তাঁদর হাতে পদক তুলে দেওয়া হচ্ছে। এছাড়াও প্যারিস অলিম্পিক্সের ম্য়াসকট ও সেই সোনালি রংয়ের আয়তকার বক্সটি তুলে দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, সেই বক্সের ভেতরে নাকি রয়েছে প্যারিস অলিম্পিক্সের অফিশিয়াল পোস্টারের ফটোকপি। প্রায় ৪০ সেন্টিমিটার বক্সটির ভেতরে গোল করে গুটিয়ে রাখা সেই অলিম্পিক্সের অফিশিয়াল পোস্টারটি। সেই পোস্টারটিতে আর্টিস্টিক ভাবে প্যারিস শহরটিকে তুলে ধরা হয়েছে। সেখানে ঐতিহাসিক আইফেল টাওয়ারও স্থান পেয়েছে। সেখানে লেখা আছে 'XXXIII Olympiade' অর্থাৎ অলিম্পিক্সের ৩৩ তম সংস্করণ এটি, সেটিই উল্লেখ করা হয়েছে। প্যারিসের শিল্পী উগো গাট্টোনির ভাবনা ফুটে উঠেছে সেই পোস্টারে। এবারের অলিম্পিক্সের ম্য়াসকটটি হল দ্য অলিম্পিক্স ফ্রাইরেজ। এর ম্য়াসকটের বার্তা হচ্ছে, ''একা একা অনেকটা এঘিয়ে যাওয়া যায়, কিন্তু অনেকে মিলে অর্থাৎ দল বেঁধে আরও বেশি দূর পাড়ি দেওয়া যায়।'' পদকজয়ীদের সেই ম্য়াসকটের রেপ্লিকাও দেওয়া হয়েছে। এছাড়াও এবার পদকের মধ্যে আরও একটি চমক রয়েছ। তা হল আইফেল টাওয়ারের ধাঁচ গড়া হয়েছে পদকের মধ্যে। 3D রশ্মির বিচ্ছুরণও রয়েছে সেই পদকের মধ্যে।


 






ভারতের ঝুলিতে প্যারিস অলিম্পিক্সে এখনও পর্যন্ত একটি মাত্র পদক এসেছে। মনু ভাকের শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। ভারতের প্রথম মহিলা হিসেবে শ্যুটিংয়ে অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক জয়ের নজির গড়েছেন ২২ বছরের এই তরুণী। তবে আগামীকালও আরও একটি পদক জয়ের সম্ভাবনা রয়েছে মনুর। মিক্সড ডাবলসে ব্রোঞ্জ খেতাব জয়ের লড়াইয়ে নামতে চলেছেন মনু ও সরবজ্যোৎ সিংহ।