প্যারিস: আশা জাগিয়েও পারেননি রমিতা জিন্দল (Ramita Jindal)। সোমবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে সপ্তম স্থানে শেষ করেন রমিতা। সোমবার ১০ মিটার এয়ার রাইফেলে পুরুষদের ফাইনালে কি পদক আনতে পারবেন পুরুষ শ্যুটার অর্জুন বাবুতা (Arjun Babuta)? প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মনে।
অর্জুন শুরুটাও করেছিলেন দুরন্তভাবে। প্রথম শটেই ১০.৭ পয়েন্ট স্কোর করেন। তবে ধীরে ধীরে ছন্দপতন হয় তাঁর। যত পদকের লড়াি এগতে থাকে, পিছিয়ে পড়েন অর্জুন। শেষ পর্যন্ত চার নম্বরে শেষ করেন।
এই ইভেন্টের নিয়ম হচ্ছে, ৫টি করে শটের দুটি সিরিজ গুলি ছোড়েন শ্যুটাররা। প্রত্যেক সিরিজের জন্য সময় পাওয়া যায় ২৫০ সেকেন্ড। তারপর শুরু হয় প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। সেখানে প্রত্যেক প্রতিযোগী ১৪টি করে সিঙ্গল শট নেন। প্রত্যেক শটের জন্য ৫০ সেকেন্ড করে সময় পান শ্যুটাররা। প্রথম দুই সিরিজ ও দুটি সিঙ্গল শটের পর থেকে পয়েন্ট টেবিলে নীচে থাকা শ্যুটারদের এলিমিনেশন শুরু হয়। প্রত্যেক দুটি করে শটের পর একজন করে এলিমিনেটেড হয়ে যান। শেষ পর্যন্ত টিকে থাকেন সোনা ও রুপোর পদকের দাবিদারেরা। ২৪ শটের পর সর্বোচ্চ সম্ভাব্য স্কোর ২৬১.৬ পয়েন্ট।
সোমবার ফাইনালে দুই সিরিজের পর তৃতীয় স্থানে ছিলেন অর্জুন। পরে দুইয়ে উঠে আসেন। তবে ১৩ নম্বর শটে ৯.৯ মারেন বাবুতা। সেই থেকেই যেন ছন্দপতন। চীনের শেং লিহাও শেষের দিকে অব্যর্থ নিশানা ভেদ করতে শুরু করেন। ২০৮.৪ পয়েন্টে আটকে যান অর্জুন। চার নম্বরে শেষ করেন তিনি। ক্রোয়েশিয়ার মিরান মারিচিচ ব্রোঞ্জ জেতেন। সুইডেনের ভিক্টর লিন্ডগ্রেন রুপো জিতেছেন। চীনের শেং সোনা জেতেন। মাত্র ১৯ বছর বয়সে অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জেতেন শেং।
আরও পড়ুন: বিক্রি হয়ে গেল ইন্ডিয়া সিমেন্টস, ধোনি ও চেন্নাই সুপার কিংসের ভবিষ্যৎ কী?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।