প্যারিস: অলিম্পিক্সে (Paris Olympics) দেশের হয়ে পদক জয়ের স্বপ্ন দু চোখে। তবে নিজের ইভেন্টে নামার আগে ভারতীয় গল্ফার দীক্ষা ডগরকে (Diksha Dagar) তাড়া করে বেড়াল দুঃস্বপ্ন। প্যারিসে গাড়ি দুর্ঘটনার মুখে পড়তে হল দীক্ষাকে। তাঁর মাকে ভর্তি করতে হল হাসপাতালে!


দীক্ষার গাড়ি দুর্ঘটনার খবর জানাজানি হতেই ভারতীয় ক্রীড়ামহলে উদ্বেগ তৈরি হয়। গাড়ি দুর্ঘটনায় ক্রিকেটার ঋষভ পন্থের গুরুতর আহত হওয়ার ঘটনা এখনও ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মনে টাটকা। পন্থ সুস্থ হয়ে মাঠে ফিরলেও, ঘটনার ভয়াবহতা এখনও ফেরে লোকের মুখে মুখে।


তার মাঝেই ফের এক খেলোয়াড়ের গাড়ি দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৈরি হয় উৎকণ্ঠা। তবে স্বস্তির খবর বলতে, দুর্ঘটনায় ২৩ বছরের ভারতীয় গল্ফারের বড়সড় কোনও চোট লাগেনি। মনে করা হচ্ছে, গলফে নিজের ইভেন্টে নামতে সমস্যা হবে না দীক্ষার।  প্যারিস অলিম্পিক্সে গলফে মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে নামবেন দীক্ষা। অলিম্পিক্সে গলফ টুর্নামেন্ট হয় একেবারে শেষ সপ্তাহে। এবার দীক্ষার ইভেন্ট রয়েছে ৭ অগাস্ট।


প্যারিসে দীক্ষার সঙ্গেই গিয়েছে তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন বাবা, মা ও ভাই। মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসের রাস্তায় গাড়ি দুর্ঘটনা হয় তাঁদের। দুর্ঘটনায় দীক্ষা ও তাঁর বাবা অল্পের জন্য বড়সড় চোট আঘাত থেকে রক্ষা পান। তবে আহত হয়েছেন ভারতীয় গল্ফারের মা। তাঁর পিঠে চোট লেগেছে। পিঠের চোট নিয়ে প্যারিসের হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। দুর্ঘটনায় দীক্ষার ভাই বড়সড় চোট পাননি। সামান্য কেটে গিয়েছে তাঁর।


টোকিও অলিম্পিক্সেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন দীক্ষা। খানিকটা অদ্ভুতভাবেই তাঁর চার বছর আগের অলিম্পিক্সে নামার ছাড়পত্র পাওয়া। দক্ষিণ আফ্রিকার গল্ফার পওলা রেটো সরে দাঁড়ানোর জন্য দরজা খুলে গিয়েছিল দীক্ষার সামনে। টোকিও অলিম্পিক্সে অবশ্য পদকের কাছাকাছি যেতে পারেননি দীক্ষা। তিনি যুগ্মভাবে ৫০ নম্বরে শেষ করেছিলেন। তবে প্যারিসে ভাল খেলার ব্যাপারে তিনি আশাবাদী। দীক্ষা একমাত্র গল্ফার যিনি অলিম্পিক্স ও ডিফলিম্পিক্সে অংশ নিয়েছেন। ডিফলিম্পিক্সে ২০১৭ সালে রুপো জেতেন দীক্ষা। ২০২২ সালের ডিফলিম্পিক্সে সোনা জেতেন তিনি।


বৃহস্পতিবার, ৭ অগাস্ট গলফে অভিযান শুরু করবে ভারত। সেদিন শুভঙ্কর শর্মা ও গগনজিৎ ভুল্লার পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে নামবেন।



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।