প্যারিস: স্বপ্নিল কুসালে (Swapnil Kusale)। বৃহস্পতিবারের আগে পর্যন্ত যে নাম ভারতীয় খেলাধুলোর জগতে অনেকের কাছেই অপরিচিত ছিল, এদিনের পর থেকে সেই নামই গোটা দেশে সকলের মুখে মুখে ফিরছে।


অলিম্পিক্সে শুধু পদকই জেতেননি ভারতের শ্যুটার, গড়ছেন নজির। ভারতের প্রথম শ্যুটার হিসাবে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পোজিশনসের ফাইনালে উঠেছিলেন। ফাইনালেও হতাশ করেননি স্বপ্নিল। যিনি কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) মতোই রেলের টিকিট কালেক্টর। ২০১৫ সাল থেকে রেলের চাকরি করছেন। বৃহস্পতিবারের পর থেকে যাঁর আর একটি পরিচয়, স্বপ্নিল অলিম্পিক্স পদকের মালিক।


মহারাষ্ট্রের শ্যুটারের কৃতিত্বে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, 'স্বপ্নিল কুসালের ব্যতিক্রমী পারফরম্যান্স। প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পোজিশনসে ব্রোঞ্জ পদক জেতার জন্য অভিনন্দন। স্বপ্নিলের পারফরম্যান্স স্পেশ্যাল কারণ, দুর্দান্ত লড়াই করার মানসিকতা আর দক্ষতা দেখিয়েছেন। এই বিভাগে পদক জেতা প্রথম ভারতীয়। প্রত্যেক দেশবাসী আজ আনন্দ করছেন।' 


 






অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে ভারতের প্রথম সোনাজয়ী শ্যুটার, কিংবদন্তি অভিনব বিন্দ্রাও আবেগে ভাসছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'প্যারিস অলিম্পিক্সে স্বপ্নিলের মহাকাব্যিক ব্রোঞ্জ পদক জেতা দেখে রোমাঞ্চিত। তোমার পরিশ্রম, সাধনা আর নিষ্ঠা, খেলাটার প্রতি ভালবাসার পুরস্কার পেয়েছো। সর্বোচ্চ মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করা আর পদক জেতাই তোমার সংকল্পের পরিচয় বহন করছে। স্বপ্ন তাড়া করলে কী হয়, সেটা গোটা দেশকে দেখিয়ে দিয়েছো তুমি।'


 






স্বপ্নিলের সাফল্যে আনন্দে কেঁদেই ফেললেন গগন নারাঙ্গ।


আরও পড়ুন: হৃদস্পন্দন বেড়ে গিয়েছে, অলিম্পিক্স পদক জিতে বললেন 'ষড়পঞ্চ কা বেটা'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।